এই মুহূর্তে




দু’টি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগে এবার ভোটারকে শোকজ ল্যাজেগোবরে হওয়া কমিশনের

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর খসড়া তালিকা প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে। বহু জায়গায় জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। কোথাও আবার ভোটারের অজ্ঞাতেই ছেলে হিসাবে সাত জনের নাম উঠেছে। সবমিলিয়ে এক্কেবারে ল্যাজেগোবরে অবস্থা জাতীয় নির্বাচন কমিশনের। যদিও ওই সব কেলোর কীর্তি নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলেছেন নির্বাচন কমিশনের বাংলার দূত তথা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। উল্টে ওই ঘটনার দায় বুথ লেভেল অফিসারদের কাঁধে চাপিয়ে তাদের শোকজ করে মুখ রক্ষার চেষ্টায় মেতেছেন মনোজ ও নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক তথা বিতর্কিত আমলা সুব্রত গুপ্ত। বুথ লেভেল অফিসারদের পরে দুজনের রোষানলে পড়েছেন রাজ্যের এক ভোটারও। দু’টি পৃথক জায়গা থেকে পৃথক এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দায়ে তাঁকে শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটারকে জবাব দিতে বলা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ভোটার উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং উত্তর কলকাতার শ্যামপুকুর— দুই বিধানসভা কেন্দ্রেই নির্বাচক হিসাবে নাম তুলেছেন। দুই জায়গাতে তাঁর নামে এনুমারেশন ফর্ম গিয়েছিল। তিনি দু’টি ফর্ম পূরণ করে নির্দিষ্ট বিএলও-র কাছে জমা দিয়েছেন। একটি ফর্মে নিজে সই করেছেন। কিন্তু অন্য ফর্মে তাঁর পরিবর্তে সই রয়েছে অন্য এক জনের। এই কারণেই তাঁর জবাব চাওয়া হয়েছে। নিয়মানুযায়ী, যাঁদের নাম ভোটার হিসাবে একাধিক কেন্দ্রে রয়েছে, তাঁদের একাধিক এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। তবে তিনি যেখানকার ভোটার থাকতে চান, সেখানকার একটি ফর্মই তাঁর পূরণ করার কথা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ইচ্ছাকৃত ভাবে দুই জায়গার ফর্ম পূরণ করেছেন, না কি অনিচ্ছাকৃত ভুল হয়েছে, কমিশন তা জানতে চায়। যদি ইচ্ছাকৃত ভাবে দু’টি ফর্ম পূরণের প্রমাণ পায় কমিশন, তবে ওই ভোটারের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।

গত ৪ ডিসেম্বর থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী শুরু হয়েছিল। ১১ ডিসেম্বর ওই প্রক্রিয়া শেষ হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। সেখানে নাম রয়েছে কি না, এপিক নম্বর দিয়ে নিজেরাই দেখে নিতে পারছেন ভোটারেরা। পশ্চিমবঙ্গে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। তাঁদের মধ্যে কেউ মৃত, কেউ অনুপস্থিত বা নিখোঁজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আমার সুনাম নষ্ট করা হচ্ছে’, মেসির দলের ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

৫ লক্ষ টাকা পণ দিতে না পারায় ২২ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা, বারাসতে গ্রেফতার স্বামী

দুর্গা অঙ্গনের শিলান্যাস কবে? বাণিজ্য সম্মেলনের মঞ্চে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘সব ধর্মের অনুষ্ঠান পালন করি’, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

SIR করে বাংলাকে দমানো যাবে না, ব্যবসায়ী সম্মেলন মঞ্চ থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ