এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

খুন করে তৃণমূলকে শেষ করা যাবে না! দাবি ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: একই দিনে খুন হয়ে গিয়েছেন বাংলায় সদ্য হয়ে যাওয়া পুরনির্বাচনে জয়ী দুই কাউন্সিলর। এদের মধ্যে একজন শাসক শিবিরের, অন্যজন বিরোধী পক্ষের। সেই ঘটনা ঘিরেই এখন শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। রবি সন্ধ্যায় রাজ্যের দুই প্রান্তে খুন হন এই দুই কাউন্সিলর। দুটি ক্ষেত্রেই সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার পানিহাটি(Panihati) পুরসভা এলাকায় যেখানে খুন হন তৃণমূল(TMC) কাউন্সিলর অনুপম দত্ত এবং দ্বিতীয় ঘটনায় খুন হন পুরুলিয়া জেলার ঝালদা(Jhalda) পুরসভার কংগ্রেস(INC) কাউন্সিলর তপন কান্দু। ওই দুই ঘটনা নিয়েই এদিন সরব হয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ, আবাসন ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

এদিন ফিরহাদ জানিয়েছেন, ‘ঝালদার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। তবে পানিহাটির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এভাবে কর্মীদের হত্যা করে তৃণমূল কংগ্রেসকে শেষ করা যাবে না৷ শুনেছি অনুপমকে খুনের ঘটনায় আততায়ী ধরা পড়েছে৷ ঝালদার ঘটনায় এখনও তদন্ত চলছে৷ পুলিশকে দ্রুত আততায়ীদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে৷ খুনের পিছনে কাদের হাত রয়েছে তা বের করতে হবে৷ তারপর আইনানুগ ব্যবস্থা নিতে হবে৷ তবে ঝালদার ঘটনায় মাওবাদী বা ভিনরাজ্যের দুষ্কৃতীদের জড়িত থাকার সম্ভাবনাও রয়েছে। এ ধরনের অন্যায় ও নৃশংস কাজ তৃণমূল সমর্থন করে না৷ ঝাড়খণ্ড সংলগ্ন হওয়ায় দুষ্কৃতী ও মাওবাদীরা মাঝেমধ্যেই ঝালদায় ঢুকে পড়ে এবং নানা দুষ্কৃতীমূলক কাজকর্ম করে৷ পুলিশকে বিষয়টা দেখতে হবে৷ অপরাধী যেই হোক না কেন তাকে গ্রেফতার করতেই হবে৷’

ঘটনাচক্রে ফিরহাদের এই দাবির পরে পরেই ঝালদার ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন খুন হওয়া চার বারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু যিনি নিজেও এবার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন। তাঁর অভিযোগ, ‘এই ঘটনায় ঝালদা থানার আইসি যুক্ত। একদিন আগেই ওকে ডেকে হুমকি দিয়েছে তৃণমূলে যোগদান করার জন্য। না হলে যখন তখন তুলে নিয়ে যাবে বলেছিল। যা কিছু করতে পারি বলেছিল।’ ঝালদার ঘটনা নিয়ে সরব হয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোও। তাঁর দাবি, ‘পুলিশ সকলকে তৃণমূলে টানতে চেষ্টা করছে। আমি মনে করি এখানে একটা বড় চক্রান্ত চলছে। একদিকে ক্ষমতা দখলের চক্রান্ত। একদিকে আইসির চক্রান্ত। এই দুই চক্রান্ত ছাড়া ঝালদার মত জায়গায় এই ধরনের হত্যা হতে পারে না। আমি বিশেষ করে বলব আইসির কথা। উনি আমাদের পাঁচ কাউন্সিলরকেই হুমকি দিচ্ছিলেন তৃণমূলের ঝান্ডা ধরার জন্য। পুলিশ এখন চাইছে গোটা ঘটনাকে ঘরোয়া ঝামেলার মধ্যে সীমাবদ্ধ রেখে ধামাচাপা দিতে।’ উল্লেখ্য তপন কান্দুকে খুন করার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তপনবাবুর দাদা নরেন কান্দু ও তাঁর ছেলে দীপক কান্দুকে আটক করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিরিয়াল পোস্ট অফিস চুরির গ্যাংকে পাকড়াও করল হাবড়া পুলিশ

নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু ছাত্রের

অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য গাড়িতে করে হাসপাতালে পাঠালেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন

ধুপগুড়িতে খেলার মাঠ বন্ধ করে দেওয়ায় জাতীয় সড়ক অবরোধ খেলোয়াড়দের

বাংলাদেশী সন্দেহে ৩৪৭ দিন জেলবন্দী ২ আদিবাসী মহিলা সহ তাদের শিশুরা

৪ বারের চেষ্টায় ইউপিএসসিতে সফল, তাক লাগিয়ে দিলেন শ্রীরামপুরের মেয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর