23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:55 am
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে একের পর এক ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যুর (Death) ঘটনা ঘটছে। ডেঙ্গু মানচিত্রে ভয়াবহ জায়গায় রয়েছে হুগলি জেলা। হুগলির উত্তরপাড়ায় পুরসভা এলাকায় এই মরসুমে এখনও পর্যন্ত ৫ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ডেঙ্গুর বাড়বাড়ন্ত ক্রমশ চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে।
বুধবার সন্ধ্যায় উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভদ্রকালীর এক বাসিন্দার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম স্বপন ঘোষ। ৫৩ বছর বয়স তাঁর। এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে উত্তরপাড়ায় ৪ জনের মৃত্যু হয়েছিল। মৃত স্বপন ঘোষের পরিবারের তরফে জানানো হয়েছে, বেশকিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসককে দেখানো হয় তাঁকে। কিন্তু জ্বর না কমায় গত ৪ নভেম্বর উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখান থেকে ওই ব্যক্তিকে গত ৭ তারিখে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় কলকাতার হালতুর বাসিন্দা ভার্গবি মণ্ডলের। ১৪ বছর বয়স তার। ১০৫ নম্বর ওয়ার্ডে হালতুর বাসিন্দা সে। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল ভার্গবি। বৃহস্পতিবার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। উল্লেখ্য ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকার শিবির থেকে সাধারণ মানুষের কাছে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে।