-273ºc,
Friday, 2nd June, 2023 4:48 am
নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময়ে তিনি বামেদের হারাবার জন্য যোগ দিয়েছিলেন বিজেপি(BJP) পরিচালিত এনডিএ(NDA)-তে। তার জেরে বাংলার বুকে বিজেপির সঙ্গে তাঁকে আসন সমঝোতাতেও যেতে হয়েছিল। সেই সূত্রেই ১৯৯৯ সালে নদিয়া(Nadia) জেলার কৃষ্ণনগর(Krishnanagar) লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের(TMC) সমর্থনে জয়ী হয়েছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়(Satyabrata Mukhopadhay)। সেই সুবাদে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী(Atal Bihari Bajpaye) তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীও করেছিলেন। বঙ্গ বিজেপির অন্দরে তো বটেই, রাজ্য রাজনীতিতেও সত্যব্রতবাবু পরিচিত ছিলেন ‘জুলুদা’ নামেই। এই এক ডাকেই তাঁকে সবাই চিনত। সেই জুলুদা চলে গেলেন চিরনিদ্রায়। এদিন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
আরও পড়ুন ১ সপ্তাহের মধ্যেই দাপট হারাবে Adeno Virus, ত্রাতা গরম
সত্যব্রতবাবুর জন্ম এখনকার বাংলাদেশের শিলেটে। যদিও সেই সময় শিলেট ছিল অসমে। দেশ ভাগের পরে তাঁর পরিবার চলে আসে নদিয়ায়। সেখানেই শুরু হয় তাঁদের বসবাস। পেশায় আইনজীবী ছিলেন বিজেপির একনিষ্ট কর্মী ও সদস্য। হয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতিও। তবে বাজপেয়ী পরবর্তী জমানায় বিজেপিতে আর সেভাবে তাঁকে সক্রীয় হতে দেখা যায়নি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বঙ্গ বিজেপিতে। সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ সালে নির্বাচিত হয়ে ২০০০ সালে কেন্দ্রীয় সরকাররের রাসায়নিক-সার মন্ত্রী ছিলেন তিনি। পরে তাঁর হাতে শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়। শুক্রবার সকালে কলকাতার বালিগঞ্জের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।