এই মুহূর্তে




দিল্লিতে পাঁচিল ধসে বাংলার একই পরিবারের চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: দিল্লিতে দেয়াল চাপা পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের চার জনের। নওদার গঙ্গাধারী জোড়তলা এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা। দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির মিঠাপুরে। পরিবার সূত্রে খবর শনিবার সকালে ভারী বৃষ্টিতে ঘরের দেওয়াল ভেঙে পড়ে যায়। তাতেই প্রাণ যাই একই পরিবারের চারজনের। আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

মৃতদের কাকার কথায়, “দিল্লিতে কাজে গিয়েছিল আমার ছোট ভাই শেখ দিলিপ, তাঁর স্ত্রী। তাঁরা ওখানে দেয়াল চাপা পড়ে মারা গিয়েছে। পরিবারের চারজন মারা গিয়েছেন। আমার ছোট ভাই শেখ দিলীপ, শেখ রবিবুল, তার মেয়ে, শেখ দিলীপের স্ত্রী ও বৌমা আহত হয়েছে। এদের মধ্যে চারজন মারা গিয়েছে। একজন হাসপাতালে ভর্তি। আমরা দুপুর ১ টার দিকে খবর পাই। ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাতেই দেয়াল চাপা পড়ে মারা যায় চারজন। একজন হাসপাতালে পাঞ্জা লড়ছে। তাঁর কোমর ভীষনভাবে জখম হয়েছে।”

প্রসঙ্গত,সাউথ ইস্ট দিল্লির জৈতপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শনিবার বাড়ি ধসে পড়ে মোট মৃত্যু হয়েছে ৮ জনের। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশুকন্যাও রয়েছে। স্থানীয় বাসিন্দা আনন্দ জয়সওয়াল বলেন, “দুর্ঘটনার পর আশেপাশের লোকেরা একটুও দেরি না করে ধ্বংসাবশেষ সরাতে শুরু করে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে তাঁরাই সাহায্য করেন। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। বেশিরভাগ জনই ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছিলেন।” সাউথ ইস্টের ডিসিপি জানিয়েছেন যে যেখানকার পাঁচিল ভেঙে পড়েছে সেটি আসলে একটি বস্তি। বয়স ১০-১৫ বছর। এই বস্তিরই একটি ঘর ছিল এটি। প্রচন্ড বৃষ্টিতে ঘরের একটি দেয়াল পাঁচিল ধসে যায়। বেশিরভাগ স্ক্র্যাপ ডিলাররা এখানেই থাকতেন। ঘটনায় আটজন আহত হন। তাঁদের সকলকেই হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরে সকলেই মারা যান।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়ালটি ধসে পড়েছে। পাঁচিলের ভিত আসলে খুব দুর্বল ছিল। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর বস্তিটি খালি করে দেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোলাঘাটে দুই ব্যবসায়িক চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই

দেগঙ্গায় শ্বশুরমশাইকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার লিস্টে নাম বাংলাদেশি রিজাউলের

বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ে আটক বজবজের মহিলা

মন্তেশ্বরে দু’দলের সংঘর্ষে আহত ২, গ্রেফতার ৩, হাসপাতলে আহতদের দেখতে গেলেন সিদ্দিকুল্লা চৌধুরী

নয়ডায় ভুয়ো থানার পর্দাফাঁস পুলিশের, কুকীর্তির নেপথ্যে ৬ বাঙালি

ছুটির দিনে স্কুলে তলব! শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দল বেঁধে সিনেমা হলে পড়ুয়ারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ