এই মুহূর্তে




প্রবীণদের বিনামূল্যে নিউমোনিয়া-ফ্লু’র টিকা, উদ্যোগী নবান্ন, পাইলট প্রজেক্ট সোনারপুরে

নিজস্ব প্রতিনিধি : শীতের আবহে নিউমোনিয়ার সংক্রমণ বৃদ্ধি পায়। এই সময় দেশের বিভিন্ন প্রান্তে নিউমোনিয়ায় প্রবীণদের মৃত্যুর খবর শুনতে পাওয়া যায়। জ্বরে ভুগতে ভুগতে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই মৃত্যু এড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে।

দেশজুড়ে চালু করার আগে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় এই কাজ শুরু হতে চলেছে। রাজ্য ও কেন্দ্র যৌথ উদ্যোগে কর্মসূচি নেওয়া হচ্ছে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, বাংলার মধ্যে সোনারপুর ব্লকে ‘পাইলট প্রজেক্ট’ হচ্ছে। এই টিকা যাঁদের দেওয়া হবে, তাঁদের বিমার আওতায় নিয়ে আসা হবে। এই টিকা নেওয়ার পরে শরীরে কোনও সমস্যা দেখা দিলে ওই বিমার আওতায় সুবিধা পাওয়া যাবে। হাসপাতালে ভর্তি হতে হলে আলাদা করে খরচ করতে হবে না।

সূত্রের খবর, বিনামূল্যে প্রবীণদের নিউমোনিয়া ও ফ্লু’র টিকা দিতে উদ্যোগী হয়েছে নবান্ন। পাইলট প্রজেক্ট হচ্ছে সোনারপুরে। প্রায় ১৫০০ প্রবীণ নাগরিককে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সোনারপুর ব্লকের ৬ব স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। এই টিকাকরণের জন্য আলাদা করে চিকিৎসক ও নার্স নিযুক্ত করা হয়েছে। এই কর্মসূচি শুরু করার আগে এলাকায় ব্যাপক প্রচার চালাবে জেলা স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিন নিয়ে কারও মধ্যে যাতে কোনও সংশয় না থাকে, তার জন্য আশ্বাস ও সচেতনতার বার্তা দেওয়ার কাজ চলবে।

জানা যাচ্ছে, এক প্রবীণকে ভ্যাকসিনের ২টি ডোজ দেওয়া হবে। তারপর আগামী ২ বছর তিনি নজরে থাকবেন। ওই ভ্যআকসিন তাঁর শরীরে কতটা কাজ করল, কোনো নেতিবাচক প্রভাব ফেলল কিনা সবটাই জানার চেষ্টা চলছে। সব রাজ্য থেকে রিপোর্ট জমা পড়বে মন্ত্রকে। তারপর সব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ