এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গ্রাম বাংলায় Online-এ মিলবে বাড়ি তৈরির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের বড়সড় পদক্ষেপ। গ্রাম বাংলায় পাকা বাড়ি তৈরি করতে গ্রাম পঞ্চায়েতের অনুমোদন(House Building Permission) লাগে। অভিযোগ সেই অনুমোদন পাওয়া নিয়ে একদিকে যেমন মোটা অঙ্কের টাকার খেলা চলে তেমনি জাতপাত ধরে বাড়ি তৈরির অনুমোদন বিচার করা হয়। এই ছবিটাই এবার বদলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই ঠিক করা হয়েছে, এবার থেকে বাড়িতে বসে Online-এই মিলবে বাড়ি তৈরির অনুমোদন। শুধু তাই নয়, Online-এই মিলবে বাড়ি নকশা অনুমোদন থেকে শুরু করে দমকল, বিদ্যুৎ ও পরিবেশ দফতরের ছাড়পত্র। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ঘরে বসেই বাড়ি নির্মাণের ছাড়পত্র পাবেন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন টানা ৬দিন শিয়ালদা থেকে বাতিল ৩১৬টি ট্রেন

এতদিনের প্রচলিত ব্যবস্থায় দেখা যেত গ্রাম বাংলায় পাকা বাড়ি তৈরি করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। অধিকাংশ জায়গাতেই মোটা টাকা দাবি করা হচ্ছে ওই সব অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য। টাকা না দিলে বছরের পর বছর অনুমোদনই দেওয়া হচ্ছে না। কোথাও আবার তা দরদাম করে দেওয়া হচ্ছে। কিন্তু তার থেকেও বড় এই সব অনুমোদন দেওয়ার পিছনে জাতপাতের অঙ্কও কাজ করছে। অর্থাৎ গ্রাম বাংলায় যারা একটু নীচু জাতের তাঁরা পাকা বাড়ি তৈরির জন্য অনুমোদন চাইলেও ইচ্ছাকৃত ভাবে তা দেওয়া হচ্ছে না। এই সব অভিযোগ মুখ্যমন্ত্রীর কানে গিয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে। সেখানে এমন অনেক মানুষ আবেদন জানিয়েছেন যারা বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় অনুমোদন পাচ্ছেন না বা তা পেতে গিয়ে হিমসিম খাচ্ছেন।

আরও পড়ুন ১০ মার্চ থেকে মাধ্যমিকের খাতা নিতে হবে শিক্ষকদের

এই সব কারণেই পঞ্চায়েত নির্বাচনের মুখে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়ি তৈরির জন্য বিভিন্ন সরকারি দফতর থেকে আলাদা ভাবে ছাড়পত্র নেওয়ার ঝামেলা এড়াতে সংশ্লিষ্ট দফতরগুলিকে Single Window System-এ আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় গ্রামাঞ্চলে বড় বাড়ি বানাতে আর কাউকেই গ্রাম পঞ্চায়েতের কোনও আধিকারিক বা রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হবে না। এতে মানুষের হয়রানি কমার পাশাপাশি পঞ্চায়েত এলাকায় বাড়ি নির্মাণ ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগেও রাশ টানা যাবে। একই সঙ্গে বিল্ডিং ফি থেকে সরকারের রোজগার বাড়বে বলে প্রশাসনের কর্তাদের আশা। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘ভবিষ্যতে কেউ গ্রামে বাড়ি বানাতে চাইলে তিনি Online-এই আবেদন জানাতে পারবেন। পঞ্চায়েত দফতর থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার অনুমোদন দেওয়া হবে। ফলে, বিল্ডিং প্ল্যান পেতে সুবিধে হবে মানুষের।’

আরও পড়ুন এবার নিউটাউন থেকে উদ্ধার হল প্রায় ৪কোটি টাকার পাহাড়

নতুন পরিকল্পনায় গ্রামে বাড়ি বানাতে হলে Online-এ আবেদন জানাতে হবে। নকশা ও অন্যান্য কাগজপত্র Upload করতে হবে আবেদনের সঙ্গে। Online-এই জমা নেওয়া হবে Building Fee। কাগজপত্র খতিয়ে দেখে Building Plan-এ অনুমোদন দেওয়া হবে Online-এই। নির্মাণ কাজ শুরুর কথাও Online-এই জানাতে পারবেন মালিক বা প্রোমোটার। বাড়ির Completion Certificate ও Ocupancy Certificate এবার থেকে Online-এই Download করা যাবে। সেই সঙ্গে Building Plan অগ্রগতিও জানা যাবে Online-এ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাড়ির সামনে আদিবাসীদের বিক্ষোভ

অনেক ভিডিও প্রকাশ পাবে, ভোট হোক, অনেকে ধরা পরবে : শেখ শাহজাহান

সোমবার পর্যন্ত বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

শিলিগুড়িতে অক্ষয় তৃতীয়ার সকালে প্লাস্টিকের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

মুকুট-মতুয়ায় ভর দিয়ে পরিযায়ীদের সঙ্গে নিয়ে রানাঘাট পুনরুদ্ধারের আশায় তৃণমূল

বারুইপুরে মাদকের গোপন ডেরায় হানা দিয়ে আক্রান্ত ১৫ জন পুলিশ কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর