এই মুহূর্তে




গোয়ালপোখরে ৯ জন শিক্ষকের চাকরি যাওয়ায় স্থগিত ৩০০০ পড়ুয়ার পরীক্ষা




নিজস্ব প্রতিনিধি, গোয়ালপোখর: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গোয়াগাঁ হাইস্কুলে শিক্ষক ছিলেন ১৬ জন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে ৯জনের। প্রধান শিক্ষক কৌশোর আহমেদ জানিয়েছেন, মাত্র ৭ জন শিক্ষক নিয়ে এখন স্কুল চলছে। ফলে বিপুল সংখ্যক পড়ুয়ার পঠন পাঠন থমকে গিয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে স্থগিত রাখতে হয়েছে পরীক্ষা(Exam Detain )। চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে হাজার তিনেক পড়ুয়া। রীতিমত চিন্তিত অভিভাবকরা। সকলেই চাইছেন স্কুলে স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ফিরে আসুক অতি শীঘ্রই। এদিকে শিক্ষকের অভাবে আগামী সাত দিনের জন্য ওই স্কুলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক জানান, তারা এখন রাজ্য সরকারের শিক্ষা দফতরের দিকে তাকিয়ে আছেন।

যদি রিভিউ পিটিশন এর মাধ্যমে শিক্ষকরা ফিরে আসেন বা মুখ্যমন্ত্রী কোন বিকল্প ব্যবস্থা নেন তবেই ওই স্কুলে স্বাভাবিক পরিবেশ ফের ফিরে আসবে পড়াশুনার। এদিকে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় মন খারাপ পড়ুয়াদের। দশম শ্রেণীর এক ছাত্রী জানান, আমরা মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্ততি নিয়েছিলাম। কিন্তু হঠাৎ পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় অনেক সমস্যার মধ্যে পড়লাম। অভিভাবকদের মত পরীক্ষা পিছিয়ে গেছে। যেন শিগগিরই পড়াশোনার পরিবেশ আবার ফিরে আসে ওই স্কুলে। অন্যদিকে, মুশিদাবাদের স্কুলগুলোতেও নিয়মিত ক্লাস শুরু করা যায়নি। শিক্ষা দফতর নির্দেশ পাঠিয়েছে ঠিকই। কিন্তু শিক্ষক এর অভাবে নিয়মিত ক্লাস শুরু হয়নি কোন স্কুলেই। যদিও সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেছেন শিক্ষা দপ্তর কোন নোটিফিকেশন জারি করেনি। তাই ভলেন্টিয়ারি হিসেবে সকলেই স্কুলে যেতে পারেন ।বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে পারেন।

অন্যদিকে,যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর(CM) সভাতে ৮ দফা দাবি জানানো হয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্য কারুর চাকরি যাবে না। আগামী ২ মাসের মধ্যে নিয়োগ হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে। উনি বলেছেন ২ মাসের টা পুষিয়ে দেবেন। এটা খারাপ লেগেছে। মুখ্যমন্ত্রী বলেছেন আগে যোগ্য দের টা দেখি তার পর অযোগ্যদের দেখব। এই কথাই আশা হত। সোমবার বিকেলে শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। তারা বলেন,আমরা নিশ্চিত নই যেখানে আমরা ছিলাম কাজ করছিলাম সেটা থাকবে কি না। উনি (মুখ্যমন্ত্রী)বলেছেন, এটা বিরোধীদের খেলা চলছে। আমাদের নিয়ে রাজ্যে খেলা করেছে। তাই এই অবস্থা। বর্তমানে বিরোধী শাসক সবাই আমাদের নিয়ে খেলছে। আমরা ভোট ব্যাংক। আমরা যোগ্য চাকরিহারা। সুপ্রিম কোর্ট- এ কেস রিভিউ ওঠার আগে মানুষের মুখেও যেন রিভিউর দাবি ওঠে।

আন্দোলন ছেড়ে যেতে পারব না। কিভাবে করবো সেটা ঠিক করছি। জেলা ভিত্তিক কর্মসূচি করতে পারি। স্কুলে আমরা আছি আমরা যাব। কিন্তু সত্যি করে চাকরিবহাল থাকবে কিনা সেটা প্রশ্ন। যে বাঁধা রয়েছে তা কিভাবে পেরোতে পারব ওটাই ভাবার। আজকের সভায় বেশ কয়েকটি দাবি রেখেছিলাম তার মধ্যে একটা আইনজীবীর। আমরা ধর্মতলায়(Esplande) অবস্থান করবো। কবে কখন সেগুলি বলে দেওয়া হবে। আজও শহীদ মিনারে থাকবো আমরা জানিয়ে দেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরিশ্চন্দ্রপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার না পেয়ে থালা,বাটি হাতে বিক্ষোভ মহিলা ও শিশুদের

‘ভগবান সুবুদ্ধি দিক’, জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে নাম না করে, শুভেন্দুকে খোঁচা দিলীপের

বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণকে হাতিয়ার করে খুনি বাবার হাত থেকে ২ সন্তানকে উদ্ধার করলেন তৃণমুল নেতা

দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছলেন সস্ত্রীক দিলীপ ঘোষ

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণে দোষী সাব্যস্ত ৫ জনের দশ বছরের কারাদণ্ড

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর