-273ºc,
Sunday, 4th June, 2023 9:56 am
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী কাশিডাঙ্গা বড়দা শিবমন্দিরে পুজো দিলেন ঝাড়গ্রামের(Jahrgram) গোপীবল্লভপুর বিধানসভার(Gpoiballavpur Assembly) বিধায়ক ডক্টর খগেন্দ্র নাথ মাহাতো। তার সঙ্গে ছিলেন সাঁকরাইল ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ, অনুপ মাহাতো, মথুর মাহাতো, ভাগবত মান্না , সুমিত চন্দ্র, সহ একাধিক নেতৃত্ববৃন্দ। এদিন পূজো শেষ হলে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসীদের কি সমস্যা রয়েছে তা যেমন খতিয়ে দেখেন বিধায়ক, পাশাপাশি ওই এলাকায় বেশ কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন তিনি নিজেই। দিদিমণিদের কোন সমস্যা রয়েছে কিনা, বাচ্চাদের কি ধরনের খাওয়ার দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে খোঁজখবর নেন তিনি। স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। তারা মিড- ডে- মিল(Mid- Day- Mill) ঠিকমতো পাচ্ছে কিনা, কোন অসুবিধা হচ্ছে কিনা, খুঁটিয়ে খুটিয়ে খবর নেন বিধায়ক।
এদিন দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিধায়ক তাদের খোঁজখবর নেন। সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয়েছে কিনা তাও জানতে চান। আগামী দিন দুয়ারে সরকার ক্যাম্প ফের শুরু হচ্ছে। কারোর কোন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোন কাজ বাকি থাকলে ওই দুয়ারে ক্যাম্পে গিয়ে যোগাযোগ করারও পরামর্শ দেন বিধায়ক।