এই মুহূর্তে




অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি




নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ : দূর থেকে  ট্রেন দেখে প্রাণ বাঁচাতে নাতনিকে নিয়ে ঝাঁপ দিয়েছিলেন দাদু। অল্পের জন্য ভাগ্যের ফেরে প্রাণ রক্ষা হয়েছে ২ জনেরই। শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে। আহত হয়েছেন, সাধন দাস (৬০) ও দীপশিখা দেবনাথ (৬)।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার অক্ষয়নগর শিবপুরের বাসিন্দা দাদু সাধন দাস ও নাতনি দীপশিখা বাড়ি থেকে বের হয়। অক্ষয়নগর থেকে কালনাগিনী নদীর রেলব্রীজ পেরিয়ে কাকদ্বীপ স্টেশনে যাচ্ছিলেন তাঁরা। পায়ে হেঁটে কালনাগিনী নদীর রেলব্রিজ পেরিয়ে যাওয়ার সময় দূর থেকে ট্রেন দেখতে পান তাঁরা। কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেনটিকে তীব্রবেগে ছুটে আসতে দেখেন তাঁরা। কাকদ্বীপ স্টেশন থেকে সেই সময় ট্রেনটি নামখানার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। আচমকাই ট্রেনটি দেখতে পেয়ে কোনও কিছু না ভেবেই রেলব্রীজের ওপর থেকেই কালনাগিনীর জলে ঝাঁপ দেন তাঁরা। তাতেই রক্ষা পেয়েছে প্রাণ।

তাঁদের চিৎকার শুনতে পেয়েই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায়। জলে দুজনকে দেখতে পেয়ে তাঁরাই নদীতে নেমে দুজনকে উদ্ধার করেন। দুজনকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁরাই। রালব্রীজ থেকে নীচে ঝাঁপ দেওয়ায় দুজনেই আহত হয়েছেন। কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন। কাকদ্বীপ মহকুমা হাসপাতালেই ২ জনের চিকিৎসা চলছে।

জুজনের আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে এসেছেন পরিবারের সদস্যরা। স্থানীয়রা বলেছেন, বুদ্ধি করে কালনাগিনী নদীতে ঝাঁপ দিয়েছিলেন দাদু ও নাতনি। না দিলে দুজনেই নিশ্চিত ট্রেনে ধাক্কায় প্রাণ হারাত। অল্পের জন্য প্রাণরক্ষা দুজনের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ