এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পাখির চোখে শিল্প, মমতার বার্তায় নজর হলদিয়া শিল্পাঞ্চলের

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur)। নন্দীগ্রামের জেলা। জমি আন্দোলনের অন্যতম পীঠস্থান। একই সঙ্গে এই জেলাতে রয়ে শিল্প ও কৃষির যৌথ সহাবস্থান। সেই জেলাতেই এদিন প্রশাসনিক সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভার দিকে তাকিয়ে হলদিয়া শিল্পাঞ্চল(Haldia Industry)। কেননা এদিন এই শিল্পাঞ্চলের বুকেই মুখ্যমন্ত্রীর হাত ধরে গড়ে ওঠা Toy Park’র উদ্বোধন হতে চলেছে। প্রায় ৫ কোটি টাকা খরচ করে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের উদ্যোগে এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের সহযোগিতায় তৈরি হয়েছে এই রফতানি মূলক Toy Park-টি। এখানে Soft Toy বা কৃত্রিম তুলোর পুতুল তৈরি হওয়ার পাশাপাশি Electronic Toy ও Plastic Toy তৈরি হবে। প্রায় হাজারের কাছাকাছি মানুষের কর্মসংস্থান হতে চলেছে এই Toy Park’র মাধ্যমে। হলদিয়ার বুকেই শুধু নয়, বাংলার বুকেও এটাই প্রথম Toy Park হতে চলেছে। 

তবে শুধু Toy Park’র উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না মুখ্যমন্ত্রীকে ঘিরে হলদিয়া শিল্পাঞ্চলের প্রত্যাশা। Toy Park’র পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলে ক্ষুদ্র শিল্পে এবং পেট্রকেমিক্যাল ভিত্তিক অনুসারি শিল্পে এখন ক্রমশ আগ্রহ বাড়ছে। এরজন্য একাধিক শিল্প সংস্থা জমি চেয়েছে Haldia Development Authority বা HDA’র কাছে। হলদিয়া শিল্পাঞ্চলে নতুন করে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে ৮-৯টি মাঝারি ও বড় শিল্প সংস্থা। এরজন্য ওই সংস্থাগুলি HDA’র কাছে জমি চেয়েছে। কোনও কোনও সংস্থা ইতিমধ্যেই জমি পেয়ে গিয়েছে, কয়েকটি সংস্থাকে জমি হস্তান্তরের প্রক্রিয়া মাঝপথে। শিল্প গড়তে হলদিয়ায় গত ৬ মাসে প্রায় ১৫০ একরের মতো জমির আবেদন জমা পড়েছে HDA’র কাছে। এরমধ্যে ৮০ একর জমি HDA’র মাধ্যমে রাজ্য সরকার হস্তান্তর করেছে Indian Oil Corporation বা IOC-কে। কেননা হলদিয়ায় থাকা IOC’র Refinery’র পাশাপাশি তাঁরা এবার হলদিয়াতেই বড়মাপের Petrochemicals Project গড়ার দিকে এগচ্ছে। একই সঙ্গে Imami’র মতো ভোজ্যতেল সংস্থাগুলি হলদিয়ায় তাদের প্ল্যান্ট সম্প্রসারণ করতে চাইছে।   

হলদিয়ার শিল্প সংস্থাগুলির পাশাপাশি নতুন কয়েকটি সংস্থা এবার বিনিয়োগের জন্য হলদিয়াকে বেছে নিয়েছে এবং HDA’র কাছে জমি চাইছে। বড় সংস্থার মধ্যে একমাত্র Haldia Petrochem নিজস্ব জমিতেই নয়া ফেনল প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। ২০১৩ সালে শিল্পে দূষণজনিত নিষেধাজ্ঞা বা মরিটোরিয়াম উঠে যাওয়ার পর একসঙ্গে এই প্রথম এত পরিমাণ জমির জন্য আবেদন এসেছে, জানিয়েছে HDA। গত ২৩ ফেব্রুয়ারি HDA’র বোর্ড মিটিংয়ে হলদিয়ায় ৩টি বড় শিল্প সংস্থাকে নতুন করে বিনিয়োগের জন্য আরও জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৯টি সংস্থাকে জমি দেওয়া হবে। সবমিলিয়ে ওইদিন মোট ২৬ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আবেদন অনুমোদনের জন্য রাজ্যে পাঠানো হয়েছে। IOC যে ১০০ একর জমি চেয়েছে পেট্রকেম প্রকল্প গড়তে তার জন্য HPL Link Road’র পাশে ৮০ একর ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে এবং আরও ২০ একর হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও Aegis Logistics নামে একটি সংস্থা ১৬ একর জমি নিচ্ছে উৎপাদনমুখী শিল্প গড়তে।

HDA’র কাছে জমি চেয়েছে BPCL সহ ২টি ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থা। ১২টি ক্ষুদ্র শিল্প সংস্থা মোট ১৭ একর জমির জন্য আবেদন জানিয়েছে। এখনও পর্যন্ত HDA’র হাতে থাকা Land Bank-এ প্রায় ৭০০ একর জমি রয়েছে। এরমধ্যে ১৫০ একরের জন্য আবেদন জমা পড়েছে। Mahalaxmi Coke, Chloride Metal ও INOX Air Products LTD – এই ৩টি শিল্প সংস্থাকে মোট ২১.৮ একর জমি দেওয়া হবে। Medical Oxygen তৈরির Plant বসানোর জন্য দেভোগে INOX Air Products LTD-কে ৫ একর জমি দেওয়া হচ্ছে। Mahalaxmi Coke-কে ১৫ একর এবং Chloride Metal-কে ১.৮ একর জমি দেওয়া হচ্ছে। এখন মুখ্যমন্ত্রী জেলায় এসে হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে এদিন কোন বার্তা দেন সেইদিকেই তাকিয়ে থাকবেন সকলে। নজর থাকবে তাজপুর বন্দর নিয়ে তিনি কিছু ঘোষণা করেন কিনা তা নিয়েও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

বাগুইআটিতে নিহত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ১১ টি অপরাধের মামলা রয়েছে দাবি পুলিশের

CAA নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির ‘ভাঁওতাবাজি’ তুলে ধরছেন মতুয়া প্রার্থী

‘সবাই যদি অনুপ্রবেশকারী হয় তাহলে আপনিও অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী’, খোঁচা মমতার

CAA ইস্যুতে মমতার হাত শক্ত করার ডাক দিলেন নমঃশূদ্র বোর্ডের চেয়ারম্যান

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর