এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক বাংলার হিমঘ্ন

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে ৩৪ বছর রাজত্ব চালিয়ে ২০১১ সালে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমতা হারিয়েছে বামেরা(Left)। ২০১৬ সালে তাঁরা চেষ্টা করেছিল কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বাংলার মসনদে ফিরে আসার। কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। উল্টে বাংলার বুকে বাম ভোটার থেকে নেতানেত্রী মায় প্রাক্তন সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও জনপ্রতিনিধিরা চলে গিয়েছেন হয় বিজেপিতে নয়তো তৃণমূলে। বাম ভোটাররাও সেই পথই ধরেছিলেন। তার জেরেই একুশের বিধানসভা নির্বাচনে বাংলার বিধানসভা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছন বামেরা। স্বাধীনতার পর এই প্রথম বাংলার বিধানসভা বামশূণ্য। কিন্তু তারপরেও বামেদের কাছে বাংলার গুরুত্ব যে বিন্দুমাত্র কমেনি সেটা আবারও সামনে এল ডিওয়াইএফআইয়ের(DYFI) ১১তম সর্বভারতীয় সম্মেলনের শেষ দিনে। রবিবার সল্টলেকের ইজেডসিসিতে ডিওয়াইএফআইয়ের সম্মেলনের শেষ দিনে দলের নতুন কমিটি গঠিত হল। আর সেই নতুন কমিটিতেই সাধারণ সম্পাদক(General Secretary) পদে বসানো হল বাংলার প্রতিনিধি হিমঘ্নরাজ ভট্টাচার্যকে(Himaghnaraj Bhattacharya)।

ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক পদে বরবারই বাংলার প্রভাব বেশ চোখে পড়ে। আটের দশকে যখন পথ চলা শুরু করে ডিওয়াইএফআই, সেই সময় বাংলার সিপিআই(এম) যুবনেতা হান্নান মোল্লা সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এমনকি, সিপিএমের বর্তমান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও যুব সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এছাড়াও সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, তাপস সিংহ, কল্লোল রায় ও অভয় মুখোপাধ্যায়ও এই দায়িত্বে ছিলেন। সেই রীতি বজায় রেখেই এবারে ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক পদ ফের বাংলার ছেলের হাতে তুলে দিলেন বাম নেতারা। স্বাভাবিক ভাবেই খুশি রাজ্য সিপিএম নেতৃত্বও। তবে এবারের সম্মেলনে ডিওয়াইএফআইয়ের সভাপতির পদে কোনও পরিবর্তন ঘটানো হয়নি। কেরলের এ. এ. রহিমকেই এই পদে এবারেও রেখে দেওয়া হল। তবে সাধারণ সম্পাদক পদে অভয় মুখোপাধ্যায়কে সরিয়ে হিমঘ্নকে দায়িত্বে আনা হয়েছে।

সিপিএমের যুব সংগঠনের রাজনীতিতে অতি পরিচিত নাম হিমঘ্ন। যাদবপুরের বাসিন্দা এই যুবনেতা কম্পিউটার সায়েন্সের ছাত্র। সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিওয়াইএফআইয়ের সম্পাদক ছিলেন তিনি। সেই সময় থেকেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত হয়ে ওঠেন এই যুবনেতা। বছর দুয়েক আগে যুব সংগঠনে তাঁকে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই সময় থেকেই আলিমুদ্দিন স্ট্রিটে জল্পনা ছিল, যুব সংগঠনের বড় কোনও দায়িত্ব আনা হতে পারে এই যুবনেতাকে। সেই জল্পনা সত্যি করেই রবিবার সিপিএমের যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হল হিমঘ্নরাজ ভট্টাচার্যকে। এদিন ডিওয়াইএফআইয়ের ৭৭ জনের যে নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে তাতে বাংলা থেকে ঠাঁই পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়,  ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, বিকাশ ঝা, ইব্রাহিম আলী, পারমিতা ঘোষ চৌধুরী, অয়নাংশু সরকার, শচীন খাঁটি ও সফিকুল সর্দার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালির পলাতক টোটো চালক আবু তালেব মোল্লা কি বিদেশী অস্ত্র পাচারের এজেন্ট? উত্তর খুঁজছে সিবিআই

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

ঘাটালে প্রচারে যেতে কাঞ্চনকে অনুরোধ দেবের

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

নেই কদর, নেই সম্মান, অসীমের পাশে নেই মতুয়া মহাসঙ্ঘ

‘অমিতাভ বচ্চন আর শত্রুঘ্ন সিনহার ভারত রত্ন পাওয়া উচিত ছিল’ অভিমত মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর