এই মুহূর্তে




ভারতীয়কে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বাংলাদেশি যুবকের সরকারি সুবিধা পাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ: এবার হিঙ্গলগঞ্জ এলাকায় এক বাংলাদেশি ভারতীয়কে বাবা সাজিয়ে নথি জোগাড় করে সরকারি সুবিধা পাচ্ছে।আবারও এক বাংলাদেশির হদিশ মিলল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের (Hingalganj)সাহেব খালির গ্রাম পঞ্চায়েতে। সেখানে ১৯৯নম্বর বুথের বাসিন্দা নূর আলী মোড়লকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছে আনোয়ার মোড়ল।নূর আলি মোড়ল তিনি ইলেকশন কমিশনেরকে অভিযোগ অনলাইনে জানিয়েছেন।তার দুটি সন্তান। এই আনোয়ার মোড়ল তার কোন সন্তান নয়। তিনি এমনটাই দাবি করছেন। তিনি জানান ,বাংলাদেশে এই আনোয়ারের বাড়ি ।

সে অবৈধভাবে ভারতে এসে বসবাস করছে। কিভাবে আমার ডকুমেন্টস নিয়ে ভোটার কার্ড বানিয়েছে সেটা আমি জানি না। আমি চাই ওর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাক । পাল্টা অভিযোগ করছেন আনোয়ারের স্ত্রী মোমেনা বিবি। তিনি দাবি করছেন, নূরআলী মোড়ল , তার তিনটি সন্তান রয়েছে। এমনই দাবি করছেন আনোয়ারের স্ত্রী। এ বিষয়ে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা বলেন, এটা Blo ভালো বলতে পারবেন। তারাই জানে এ বিষয়ে ও ইলেকশন কমিশনের যা নিয়ম রয়েছে তা নিয়ে আমি বলতে পারবো না ।সেটা ওনারাই বলতে পারবে। এমনই কথা বলেন তিনি ।

হিঙ্গলগঞ্জের বিজেপি নেত্রী সন্ধ্যা করন বলেন, যে নুরুআলী মোড়ল, তাঁর দুই ছেলে আছে। কিন্তু আনওয়ার মোড়ল ওনার ছেলে না । সে বাংলাদেশি।স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করে এ বিষয়ে নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এবং ভোটার তালিকায় তার নাম অবিলম্বে ডিলিট করুক। বাংলাদেশ থেকে এ দেশে এসে বসবাস করার পাশাপাশি নকল বাবা সাজিয়ে যাবতীয় ভারতীয় পরিচয় পত্র তৈরি করে নেওয়ার ঘটনায় এখন চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জ এলাকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বহরমপুরে মমতার প্রশাসনিক সভায় আমন্ত্রণ পেলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন কবীর

বনগাঁয় গরু পাচার চক্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার বিজেপি নেতা

আমতায় ট্রেন থেকে পড়ে টানা ২ঘণ্টা রেল লাইনের ধারে অচৈতন্য আহত মহিলা, উদ্ধারে গড়হাজির রেল

বাজার করতে বেরিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এএসআইয়ের

ভোটার কার্ড-আধারে ভিন্ন নাম, আতঙ্কে আত্মঘাতী তুফানগঞ্জের মহিলা

আদালতের রায়ে চাকরি বেঁচে যাওয়ায় হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ