-273ºc,
Friday, 9th June, 2023 4:01 am
নিজস্ব প্রতিনিধি হাসনাবাদ: হাসনাবাদ তোর লেবুখালী পি ডব্লিউ ডি রোডের এবিএস মদনমোহন বিদ্যাপীঠ এর পাশে সরকারি বাস ও রেশনের চাল ভর্তি লরির মুখোমুখি সংঘর্ষ হলে লরি খালে পড়ে যায়। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ এলাকার ঘটনা।। আজ সকাল বেলা আটটা নাগাদ লেবুখালী টু হাসনাবাদ পি ডব্লিউ ডি রোড(PWD Road) পাশ্বস্ত এবিএস মদনমোহন বিদ্যাপীঠের কাছে লেবুখালির(Labukhali) দিক থেকে ছুটে আসা সরকারি বাস আর হাসনাবাদের দিক থেকে ছুটে যাওয়া রেশনের চালভর্তি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুই ড্রাইভার এর অসতর্কতা এবং পিডব্লিউডি রোড ছোট হওয়ার জন্য এই ধরনের দুর্ঘটনা বলে জানাচ্ছেন এলাকার মানুষজন। দুর্ঘটনা বেড়ে গেছে এই রুটে ,নব নির্মিত রোড ছোট হওয়ার জন্য এমনটাই অভিযোগ। এই মুখোমুখি সংঘর্ষ হওয়ার জন্য বাস ও লরির বেশ কয়েকজন আহত হন । তাদের শান্ডিলার বিল হসপিটালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পরে খালের জল থেকে চালের বস্তা উদ্ধার করা হয় এবং লরিটিকে ক্রেনের সাহায্যে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ায়(Kachrapara)জৌনপুর এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল শিক্ষার্থ ।এই স্কুলের শিক্ষক কৌশিক রায় নিখোঁজ বেশ কিছুদিন আগে থেকে। তিনি স্কুলের দুর্নীতি নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন স্কুলের শিক্ষক ম্যানেজিং ডিরেক্টর(MD) প্রবীর কান্তি রায়ের বিরুদ্ধে। তারপর থেকেই ঐ শিক্ষক নিখোঁজ হয়ে যান। এরপর ওই স্কুলের অভিভাবকরা ওই শিক্ষককে মুক্তির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আসে জেঠিয়া থানার পুলিশ। পুলিশের সঙ্গে অভিভাবকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি শান্ত হয়।