এই মুহূর্তে




হাওড়ার বাঁধাঘাটে চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির




নিজস্ব প্রতিনিধি,হাওড়া: চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির।লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার ওই দম্পতি।শনিবার সকালে সালকিয়া(Salkia) বাঁধাঘাট থেকে ভূতল পরিবহনের লঞ্চে কলকাতা আহিরিটলা যাবার জন্য ওঠেন এক দম্পতি।লঞ্চ মাঝ গঙ্গায় এলে দুজনে একসাথে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন।তৎপরতার সাথে সেফটি টায়ারের (Safty Tyer)সাহায্যে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘরা থানার পুলিশ।প্রাথমিক চিকিৎসা করানো হয় দুজনের।

পুলিশ সূত্রে জানা গেছে, লিলুয়া ভট্টনগরের(Lilua Bhattanagar) বাসিন্দা ওই দম্পতির একমাত্র কন্যার ব্যবহারে মানসিক অবসাদে ভুগছিলেন দুজনে।সে কারণে এই ঘটনা।চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির।লঞ্চ কর্মীদের তৎপরতায় দুজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের থানায় বর্তমানে কাউন্সিলিং করা হচ্ছে।যে দুজন লঞ্চ কর্মী ওই দম্পতির মন বাঁচিয়েছেন তাদের পুরস্কৃত করবে ভূতল পরিবহন নিগম। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল হাওড়ার বাঁধাঘাট এলাকায়।  দম্পতির নিকট আত্মীয়দের থানা থেকে খবর দেওয়া হয়েছে।প্রথমদিকে জানা গিয়েছিল যে ওই দম্পতির কন্যা নেই।কিন্তু থানায় দীর্ঘ জেরার পর পুলিশ জানতে পারে ওই দম্পতির একটি মাত্র মেয়ে রয়েছে। কিন্তু সে ওই বৃদ্ধ বাবা-মার দেখাশোনা করে না। কোনো আর্থিক সাহায্য করে না। শুধু তাই নয় ওই দম্পতি হাওড়ার যেখানে যে বাড়িটিতে থাকেন সেই বাড়িটি একটি প্রোমোটার এবং স্থানীয় কিছু মানুষজন নিয়ে নেওয়ার চক্রান্ত করেছেন।

কোনভাবেই ওই দম্পতি কোন সাহায্য না পেয়ে বেঁচে থেকে লাভ নেই এই সিদ্ধান্ত নিয়ে শনিবার সকালে লঞ্চে উঠে মাছ গঙ্গায় লঞ্চ গেলে সেখান থেকে দুজন দুজনের হাত ধরে ঝাঁপ দেন। ওই দম্পতি লঞ্চের রেলিং এর ধারে দাঁড়িয়ে ছিল বলে লঞ্চের প্রত্যক্ষদর্শী যাত্রীরা পুলিশকে জানিয়েছে। লঞ্চটি মাঝ গঙ্গায় গেলে লঞ্চের রেলিং সরিয়ে তারা ঝাঁপ দিয়েছিলেন মাঝ গঙ্গায়। মহিলার পরনে ছিল শাড়ি এবং বৃদ্ধের উপর নিছিল ফুল প্যান্ট ও ফুলহাতা সাদা জামা। পুলিশ ওই বৃদ্ধ দম্পতির মেয়েকে ডেকে পাঠিয়েছে থানায়। তৎপরতার সঙ্গে লঞ্চের দুই কর্মী মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই দম্পতিকে স্পিডবোর্ডের মাধ্যমে উদ্ধার করে বাঁধা ঘাটে ফেরি পারাপার কর কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে ফের আইডলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় সেনাকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি

রাজ্যে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করছি: চিরঞ্জিত চক্রবর্তী

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন করে সেজে উঠছে শিলিগুড়ি

ভগবানপুরে বেআইনি অস্ত্র পাচারের অপরাধে গ্রেফতার দুই বিজেপি নেতা

খয়রাশোলে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার পাচারকারী , চক্রের বাকিদের সন্ধানে পুলিশ

তমলুকে সমবায় নির্বাচনে তৃণমূলের জয়-জয়কার, আকাশে উড়ল সবুজ আবির

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ