এই মুহূর্তে




খয়রাশোলে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার পাচারকারী , চক্রের বাকিদের সন্ধানে পুলিশ




নিজস্ব প্রতিনিধি,খয়রাশোল: কয়লা, সাদা পাথরের পর এবার পশ্চিম বর্ধমান জেলার খয়রাশোল থানার পুলিশের তৎপরতায় প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মাদক সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম হাসিবুর রহমান(Hasibur Rahaman)। তাঁর বাড়ি সাঁইথিয়া থানার(Saithia P.S.) সাহানগর গ্রামে। উল্লেখ্য, কয়েকদিন যাবৎ অবৈধভাবে কয়লা,বালি, মূল্যবান পাথর ও বেশ কয়েকটি লরি সহ কয়েকজন পাচারকারীরা ধরা পড়ে খয়রাশোল থানা পুলিশের হাতে। বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে পাচারকারীরা খয়রাসোল থানার এই পথকে বেছে নেয়। কিন্তু তাঁদের ছক বানচাল করে দিচ্ছে খয়রাশোল থানার(Khoyrasol P.S.) পুলিশ।

রবিবার বিশেষ নজরদারি চালিয়ে এই থানার গোপালপুর মোড়ে ৫ লিটার অবৈধ মাদক সহ এক পাচারকারীকে আটক করে পুলিশ। মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা যায়। রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে(Dubrajpur Court) পেশ করে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে সাতদিন পুলিশি হেফাজতের আবেদন করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। কেন খয়রাশোলের এই রুট পাচারকারীরা বারবার ব্যবহার করছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ধৃত ব্যক্তির সঙ্গে ওই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কোথা থেকে এই মাদক আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

গত কয়েকদিন ধরে শুধু খয়রাশোল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা হচ্ছে মাদক ও গাঁজা। ভিন রাজ্য থেকে মাদক ও গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ছে পাচারকারীরা। একাধিকবার মহিলারক ধরা পড়েছে এই ধরনের মাদক পাচার করতে গিয়ে। কখনো সড়কপথে কখনো ট্রেনে চেপে কখনো বা টোটোতে মাদক পাচার অফিসের হাতে ধরা পড়ে পাচারকারীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ