এই মুহূর্তে




বিছানার নিচে লুকিয়ে মাদক! তুলতেই চোখ কপালে উঠল পুলিশের, গ্রেফতার মহিলা ব্যবসায়ী




নিজস্ব প্রতিনিধি, লালগোলা : বাড়ি ভিতরেই হেরোইনের (heroin) রমরমা ব্যবসা। প্রায় ২৯২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার এক মহিলা। মুর্শিদাবাদের লালগোলা থানার মানিকচক পঞ্চায়েতের বিএম পাড়ায় বাড়ির ভিতরেই এই ব্যবসা চালাচ্ছিলেন ধৃত মহিলা। ধৃত মহিলার নাম উর্মিলা মন্ডল (Urmila Mondal) (৩০)।

বৃহস্পতিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে লালগোলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে পুলিশের একটি দল মানিকচক (Manichak) বিএম পাড়ায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে উর্মিলা মন্ডলের বাড়ির তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। প্রায় ২৯২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তারপরেই উর্মিলা মন্ডল নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ধৃত ওই মহিলা হেরোইন (heroin) ব্যবসায়ী বলে জানা যায়। আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠাবে ধৃত মহিলাকে। এই হেরোইন কারবারের সঙ্গে আর কে কে জড়িত তার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ। অন্যদিকে, মুর্শিবাদাবাদের আরো একজায়গা থেকে উদ্ধার হয়েছে হেরোইন। সেই জায়গা থেকে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  দুজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। হেরোইন চক্রের পর্দা ফাঁস করতে উদ্যোগী পুলিশ আধিকারিকরা।

গোপন সূত্রে খবর পেয়েই মুর্শিদাবাদের ভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল পুলিশ। সেই অভিযানে বড় সাফল্য এসেছে বলার অপেক্ষা রাখে না। বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করার পাশাপাশি এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তামান্না খাতুন খুনের ঘটনায় তদন্তকারী অফিসার বদল

‘জল ছাড়ার পরিমাণ কমাতে হবে, ফের ডিভিসি-কে চিঠি পাঠাল রাজ্য

পরিবারে রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য, সেই বাড়িতেই ঠাঁই নেই মহিলার

প্রেমের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

যৌন নিগ্রহে অভিযুক্তের ২৫ বছরের সাজা ঘোষণা করল আদালত

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ