এই মুহূর্তে




বিরাট সাফল্য ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে, ২ মাসে ২ কোটি মানুষের যোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও এক মাস্টারস্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ আগস্ট থেকে শুরু হয়েছে সরকারি পরিষেবা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ । মাত্র দুই মাসে এই প্রকল্পে সামিল হয়েছেন প্রায় দু’কোটি মানুষ। এই ঘটনা নিঃসন্দেহে রাজ্য সরকারের বিরাট বড় সাফল্য।

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর, প্রকল্পের ৫৩ তম দিনে আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে রাজ্যের প্রায় দু’কোটি মানুষ তাঁদের অভিযোগ জানিয়েছেন। তুলে ধরেছেন নিজেদের সমস্যার কথা। এই ঘটনা একদিনে রেকর্ড। এই দিনে ৫৩৬টি শিবির খোলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির অংশ হিসেবে এলাকায় পৌঁছে ক্যাম্প করে মানুষের সমস্যার কথা শুনছেন সরকারি আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমধানের পথ খুঁজে দিচ্ছেন। তবে পুজোর কয়েকটা দিন বন্ধ থাকবে এই প্রকল্প। পুজোর ছুটি শেষে ফের হবে কর্মসূচি।

প্রসঙ্গত, পাড়ায় পাড়ায় সমাধানের মতো আমাদের পাড়া, আমাদের সমাধান শুরুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান। ১৫ নভেম্বরের মধ্যে জমা পরা সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে পরিষেবা পৌঁছে দিয়েছিল রাজ্য। এবার তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অনেক বিরোধীদলের নেতারা এই উদ্যোগের প্রশংসা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্যামাক স্ট্রীটের অফিসে অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভন চ্যাটার্জি, বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

‘ভূতের মতো খেটে বেরাই, গালাগালিও সবচেয়ে বেশি খাই’, যন্ত্রণার কথা শোনালেন মমতা

চতুর্থীতে চেতলা অগ্রণীর মণ্ডপে অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল জনসাধারণের প্রবেশ

বাংলায় বিধানসভা ভোট বৈতরণী পার হতে পোড়খাওয়া নেতাকে বাছলেন শাহ-নাড্ডা

বাগুইআটিতে ‘বন্দেমাতরম’ গানের ১৫০ বছর, দমদম পার্কে বসছে বক্সিগঞ্জের পদ্মাপারে’র হাট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ