এই মুহূর্তে




বহরমপুরে মমতার প্রশাসনিক সভায় আমন্ত্রণ পেলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র পৌঁছল হুমায়ুন কবীরের কাছে। এই প্রসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর(MLA Humayun Kabir) জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ তিনি বুধবার পেয়েছেন। বৃহস্পতিবার তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন। তিনি তা মানবেন। এদিকে আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে আগাম ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। যাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে আগাম প্রয়োজনে হুমায়ুন কবীরকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজভবনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাজভবন সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে বাধ্য হবে।

হুমায়ুন কবীর বলেন,মুখ্যমন্ত্রীর সভায় যাব কিন্তু কোন মতেই আর পিছিয়ে আসব না। বাবরি মসজিদ হবেই। ৬ তারিখ ভিত্তিপ্রস্তর । পাশাপাশি তিনি বলেন, রাজ্যপাল আমাকে বলছেন গৃহবন্দি করে গ্রেফতার করতে। তিনি রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করে বিধানসভার নির্বাচনে দাড়িয়ে যান। তিনি মুর্শিদাবাদ আসছেন ।অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে যাচ্ছেন ।এটা কি তার কাজ। আগামীকাল বিকালে মঞ্চ দেখতে পাবেন। তিনি আরও বলেন, আপনারা সবাই আসুন, এলেই বুঝবেন, কোথায় হচ্ছে বাবরি মসজিদ । বুধবার সন্ধ্যায় নিজের বাসভবনে সাফ জানান হুমায়ুন কবীর।

এর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী  সিদ্দিকুল্লা চৌধুরী হুমায়ুন কবীরের বাবরি মসজিদের শিল্যান্যাস রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি বলে মন্তব্য করতে শোনা যায়। এই ধরনের কর্মসূচি নিয়ে পরিস্থিতি অশান্ত না করতে মুর্শিদাবাদবাসীকে আবেদন জানান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী(Minister Sidiqulla Chowdhury)। বাবরি মসজিদ গড়ার শিল্যান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেই সময় মুখমন্ত্রীর প্রশাসনিক সভায় হুমায়ুনকে আমন্ত্রণপত্র পাঠানোর বিষয় রাজনৈতিক দিশা রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহুল মহল।

বৃহস্পতিবার বহরমপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে আইন-শৃঙ্খলা প্রশ্নে আগামী ৬ ডিসেম্বরকে সামনে রেখে কোন কড়া বার্তা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে দেন কিনা সেদিকেই নজর থাকবে সকলের। কারণ মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রাজ্য অক্ষুণ্ণ থাকে তার জন্য বারবার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেখানে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ নতুন করে গড়াকে কেন্দ্র করে যাতে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য বুধবার সন্ধ্যায় সার্কিট হাউসে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরী বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয়কে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বাংলাদেশি যুবকের সরকারি সুবিধা পাওয়ার অভিযোগ

বনগাঁয় গরু পাচার চক্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার বিজেপি নেতা

আমতায় ট্রেন থেকে পড়ে টানা ২ঘণ্টা রেল লাইনের ধারে অচৈতন্য আহত মহিলা, উদ্ধারে গড়হাজির রেল

বাজার করতে বেরিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এএসআইয়ের

ভোটার কার্ড-আধারে ভিন্ন নাম, আতঙ্কে আত্মঘাতী তুফানগঞ্জের মহিলা

আদালতের রায়ে চাকরি বেঁচে যাওয়ায় হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ