এই মুহূর্তে

রেশনের স্টকে গরমিল হলেই নামবে জরিমানার খাঁড়া, কড়া পদক্ষেপ রাজ্যের

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: রেশনে অনিয়ম(Ration Distribution) ঠেকাতে কড়া পথে হাঁটতে চলেছে রাজ্যের(Bengal) ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এখন থেকে রেশন দোকানে সরকার থেকে বরাদ্দ করা চাল-গমের স্টক(Food Grains Stock) না মিললেই জরিমানার খাঁড়া নামবে ডিলারদের(Ration Dealer) ওপরে। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দফতর(Food and Supply Department)। ওই নির্দেশিকা অনুযায়ী, রেশন দোকান থেকে বরাদ্দের অতিরিক্ত যতটা চাল-গম উদ্ধার হবে তার তিনগুণ অর্থ জরিমানা(Fine) হিসাবে দিতে হবে। রেশনের সামগ্রী যাতে বাইরে পাচার না হয়, সে জন্যেই এই ব্যবস্থা। খাদ্য দফতরের আধিকারিকদের দাবি, অনেক সময়ে রেশন ডিলাররা সরকারি ভর্তুকির চাল, গম, আটা খোলাবাজারে বিক্রি করে দেন। সেটা যাতে না হয়, সে জন্যেই এখন থেকে রেশন দোকানে কতটা চাল, গম, আটা মজুত রয়েছে—তার হিসাব নেওয়া হবে।

আরও পড়ুন, ফ্ল্যাটের বুকিং এবং ক্যানসেলেশন মোট দামের ১০ শতাংশেই বেঁধে ফেলতে চলেছে রাজ্য

কীভাবে চলবে সেই নজরদারি? খাদ্য দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, কোনও রেশন দোকান থেকে রোজ কতটা চাল, গম, আটা বিলি হচ্ছে, সেটা ই-পস মেশিনে নথিভুক্ত থাকে। মেশিন পরীক্ষা করলেই জানা যাবে, ডিলারের কাছে কতটা সামগ্রী পড়ে। তার কম-বেশি হলেই সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হবে। প্রয়োজনে ডিলারের লাইসেন্সও বাতিল করা হতে পারে। রাজ্যের খাদ্য দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী গরিবকল্যাণ যোজনা এবং রাজ্য খাদ্য-সুরক্ষা যোজনায় গ্রাহকদের রেশন দোকান থেকে যে চালান দেওয়া হবে তাতে চাল, গম, আটার ইকনমি কস্টও এ বার থেকে উল্লেখ করা হবে। বর্তমানে প্রধানমন্ত্রী গরিবকল্যাণ যোজনার গ্রাহকরা যে চাল পান, তার জন্যে কেন্দ্র কেজি-প্রতি ৩৭ টাকা ৪৬ পয়সা খরচ করে। এক কেজি আটায় কেন্দ্রের খরচ ২৭ টাকা ৯ পয়সা। সে-সব চালানে লেখা থাকবে। যাতে সাধারণ গ্রাহকরা সেটা বুঝতে পারেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই পদক্ষেপ। অন্য রাজ্যে অনেক আগেই এটা চালু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এতে প্রথমে রাজি ছিল না। কিন্তু কেন্দ্র জানিয়ে দেয়, রেশনের টাকা আটকে দেওয়া হবে। তার প্রেক্ষিতেই রাজ্য সরকার শেষমেশ এই ব্যবস্থা নিল।

আরও পড়ুন, মনোজকে কাঠগড়ায় তুলে তৃণমূলের সঙ্গে বৈঠকে বার্লা, শুরু দলবদলের জল্পনা

তবে কেন্দ্রের এই পদক্ষেপে অবশ্য সিঁদুরে মেঘ দেখছেন বাংলার রেশন ডিলাররা। All India Fair Price Shop Dealers Federation’র সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, ‘আমাদের আশঙ্কা, রেশন দোকান তুলে দিয়ে ভবিষ্যতে হয়তো কেন্দ্র Direct Benefit Transfer চালু করতে পারে। এখন তার রিহার্সাল চলছে।’ যদিও ঘটনা হচ্ছে রাজ্যে রেশন বন্টন নিয়ে যেমন আমজনতার ক্ষোভ রয়েছে তেমনি রেশনে দেওয়া খাদ্যদ্রব্যের মান নিয়েও ক্ষোভ রয়েছে বিস্তর। যদিও রাজ্যের খাদ্য দফতর বার বার বলে এসেছে যে, সরকার ভালো জিনিস পাঠায় কিন্তু ক্রেতার কাছে কাছে পৌঁছানোর আগেই তা মাঝপথের হ্যাপিস হয়ে যায়। এর জন্য রেশন ডিলারদেরই দায়ী করা হয়। এবার সেই সব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এখন থেকে রেশন দোকানের স্টক যাচাইয়ে খাদ্য দপ্তরের ইনস্পেক্টররা নিয়মিত গোপনে অভিযানও চালাবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুলিশের গুলিতেই খতম গোয়ালপোখর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক

নির্জন শ্মশানে আয়োজন হয় ১৫ রকমের ভূতের পুজোর, আঁধার নামলেই শুনশান এলাকা

কালিয়াচকে ৭২ ঘন্টার মধ্যে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

‘ধর্ষকদের সমাজে কোনও জায়গা নেই’, গুড়াপ কাণ্ডে চরম সাজার পর প্রতিক্রিয়া মমতার

জন্মদিনে মিলল ন্যায়বিচার ! গুড়াপে শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীর ফাঁসির সাজা

পাচার চক্রের পর্দা ফাঁস ! উদ্ধার ১১টি হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর