এই মুহূর্তে




হেরো প্রাক্তন সাংসদ থেকে প্রার্থীদেরই ভোটের মাঠে নামাতে চায় বিজেপি, ক্ষোভ কর্মীমহলেই

Courtesy - Google and Facebook




নিজস্ব প্রতিনিধি: কেউ উনিশের ভোটের আগে দলবদল করেছিলেন, কেউ একুশের ভোটের আগে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সেই সব নেতারাই এখন বঙ্গ বিজেপির মাথা-মুখ। এই নিয়ে পদ্ম শিবিরের নীচুতলার ক্ষোভ কিছু কম নেই। মাঝেমধ্যেই সেই সব ক্ষোভের বিস্ফোরণও ঘটে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, সেই নব্য বিজেপিরাই এখন বঙ্গ বিজেপির(Bengal BJP) ভরসার মুখ হয়ে উঠছেন। আর তার জেরে দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে আদি নেতাকর্মীদের। আগামী ১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(6 Assembly Seats Bye Election) রয়েছে। সেই নির্বাচনে নাকি বড় কোনও পরীক্ষায় যেতে নারাজ পদ্মশিবির। তাই তাঁরা দলেরই প্রাক্তন সাংসদ যারা ২৪’র ভোটে টিকিট পাননি বা পেলেও হেরে ভূত হয়েছেন তাঁদেরকেই নাকি ফের মাঠে নামাতে চাইছেন। অন্তত বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। যদিও প্রকাশ্যে বিজেপির কোনও নেতাই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না। বরঞ্চ দলের তরফে ভাসিয়ে দেওয়া হচ্ছে একটি বার্তা, বড় চমক থাকছে উপনির্বাচনের প্রার্থী তালিকায়।

আরও পড়ুন, তৃণমূলের পদ থেকে ইস্তফা সৌমেন ঘরণী সুমনার, জল্পনা পাঁশকুড়ায়

আগামী ১৩ নভেম্বর বাংলার যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে তারমধ্যে ২টি আসন আছে উত্তরবঙ্গে এবং বাকি ৪টি রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভোট নেওয়া হবে কোচবিহার জেলার সিতাই ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। দক্ষিণবঙ্গে ভোট নেওয়া হবে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ও নৈহাটি এবং বাঁকুড়া জেলার তালড্যাংরা ও পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আসনের জন্য। এই ৬টি আসনের মধ্যে একুশের বিধানসভা নির্বাচনে কেবলমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। বাকি ৫টি কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল। এখন এই ৬টি আসনের যা অবস্থা তাতে করে মাদারিহাট ব্যতীত সব আসনেই তৃণমূলের জয় নিশ্চিত। কেননা আর জি কর কাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে বামেরা শক্তি বাড়াতে চাইছে, ঘুরে দাঁড়াতে চাইছে। এ রাজ্যে বিজেপির বাড়বৃদ্ধি হয়েছে বামেদের ভোট টেনে। আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে সেই ভোট এবার রামের ঝুলি থেকে বেড়িয়ে ফের বামের ঝুলিতে আসতে পারে বলেই অনেকে মনে করছেন। সেটাই বিজেপিকে ভয়েও রেখেছে। কেননা বাম ভোট বাড়া মানেই বিজেপির কপাল পোড়া।

আরও পড়ুন, প্যারিসের মঞ্চে বাংলার ‘সুন্দরিনী’র বিশ্বজয়, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

এত সব কিছু বুঝেও বিজেপি এবার নতুন কোনও প্রার্থীকে উপনির্বাচনের মাঠে নামাতে চাইছে না। সূত্রে জানা গিয়েছে, সিতাই বিধানসভা কেন্দ্রের জন্য নিশীথ প্রামাণিক(Nishith Pramanik), মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জন্য জন বার্লা(John Barla), নৈহাটির জন্য অর্জুন সিং(Arjun Singh), হাড়োয়ার জন্য রেখা পাত্র(Rekha Patra), মেদিনীপুর আসনের জন্য দিলীপ ঘোষ(Dilip Ghosh) এবং তালড্যাংরার জন্য সুভাষ সরকারের(Subhash Sarkar) নাম রাজ্য থেকে দিল্লিতে পাঠানো হয়েছে প্রার্থী হিসাবে অনুমোদন দেওয়ার জন্য। তবে এর সঙ্গে বাড়তি নামও গিয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ৩টি করে মোট ১৮জনের নাম পাঠানো হয়েছে দিল্লিতে। সেখান থেকেই চূড়ান্ত নাম বেছে নেওয়া হবে। তবে দলের প্রাক্তন সাংসদ থেকে ২৪’র ভোটে পরাজিত প্রার্থীদেরই নাম যাতে আগে গুরুত্ব পায় সেই কথাও নাকি বলে দেওয়া হয়েছে। আর এই খবর দলের নীচুতলায় ছড়িয়ে পড়তে ক্ষোভও দেখা গিয়েছে। দলের আদিন নেতাকর্মীরা কার্যত সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, উপনির্বাচনে হাত গুটিয়ে বসে থাকার। সাধারন কর্মীরাও ক্ষুব্ধ। তাঁদের দাবি, যারা জনতার দরবারে আগেই প্রত্যাখাত হয়েছেন তাঁদেরকেই কেন আবার ভোটে টিকিট দেওয়া হচ্ছে। যদিও বঙ্গ বিজেপির দাবি, সবটাই রটনা। প্রার্থীপদে বড় চমক থাকবে। তার জন্য অপেক্ষা করতে হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও কেন কাজ করাননি? বাড়ি-বাড়ি গিয়ে ধমক বিডিও’র

সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা, অবশেষে গ্রেফতার দাদা, তোলপাড় নবদ্বীপ

সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

পণের টাকা দিতে না পারায় লাগাতার যৌন নির্যাতন, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর বিরুদ্ধে

ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

সঙ্ঘাতের পথ ছাড়লেন রাজ্যপাল,বাজেট অধিবেশনে পাশ হওয়া তিন বিলে ছাড় বোসের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর