এই মুহূর্তে




কলকাতার কাছেই রয়েছে দুর্গ ও বৌদ্ধবিহার, পুজোর মধ্যেই কোলাহল থেকে দূরে ঘুরে আসুন একদিনের জন্য

নিজস্ব প্রতিনিধি: পুজোও দেখতে চান আবার তার মধ্যেই একদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসতে চান। তবে খুব বেশি দূর নয় এমন জায়গা খুঁজছেন। ভাবছেন দিঘা, মন্দারমণি, মৌসুনি দ্বীপ, শঙ্করপুর, ঝাড়গ্রাম ছাড়া ভাবছেন আর কোথায় যাবেন যেখান থেকে মাত্র একদিনের মধ্যে ঘুরে আসা যাবে। একদিনের জন্য বেরিয়ে ছবি তুলে সময় কাটাতে খুঁজছেন একটু অজানা, অচেনা জায়গা। তাহলে দেরি না করে ঘুরে আসুন কুরুমবেড়া দুর্গ। যা এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।

খড়্গপুর থেকে প্রায় ৩০ কিমি দূরে পশ্চিম মেদিনীপুরের গগনেশ্বর গ্রামে রয়েছে কুরুমবেড়া দুর্গ। খুব সুন্দর করে সাজানো এই জায়গা। , গগনেশ্বর গ্রামে কুরুমবেড়া দুর্গ। কেশিয়ারি হয়ে যেতে হয় এই জায়গায়। এই দুর্গের প্রতিটি কোণায় রয়েছে ইতিহাসের ছোঁয়া। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে। দেখতে পাবেন ল্যাটেরাইট পাথরের খিলানসমৃদ্ধ দীর্ঘ বারান্দা ও উঠোনের মাঝখানে তিনটি গোলাকার গম্বুজ। এই দুর্গ নির্মাণ নিয়ে রয়েছে নানা মত। কেউ বলেন এটি ওড়িশার রাজা গজপতি কপিলেন্দ্র দেবের শাসনকালে (১৪৩৮- ১৪৬৯) তৈরি হয়েছিল আবার কেউ বলেন, এটি তৈরি হয়েছিল আওরঙ্গজেবের আমলে। কাঠামোটি স্থাপত্যের সঙ্গে সঙ্গে ওড়িশি স্থাপত্যের মিল রয়েছে । দুর্গটিতে মন্দির-মসজিদের মতো কাঠামো রয়েছে।

কুরুমবেড়া ঘুরে চলুন যেতে পারেম্ন মোগলমারি বৌদ্ধ বিহারের উদ্দেশে। যার দূরত্ব সড়কপথে মাত্র ২০ কিলোমিটারের মতো। মোগলমারি হল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধবিহার যা নালন্দার সমসাময়িক। এখানে এসেছিলেন হিউ-এন-সাং।

কীভাবে যাবেন

কলকাতা থেকে কুরুমবেড়া দুর্গের দূরত্ব ১৭১ কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো। কলকাতা থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে গেলেই হবে। সড়ক পথে বাগনান, পাঁশকুড়া, রতুলিয়া, বেলদা হয়ে যেতে হবে গগনেশ্বর। কুকাই বাসস্ট্যান্ড থেকে যেতে হবে বাঁ দিকে। এরপর বাহানা, সালাজপুর হয়ে ২০ কিলোমিটার এগালে পৌঁছে যাবেন মোগলমারি বৌদ্ধবিহার। সালাজপুর হয়ে সেখনে যেতে সময় লাগবে ৪০-৪৫ মিনিট সময় লাগবে। তাহলে আর দেরি কেন পুজো উপভোগের সঙ্গেই একদিনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে পড়ুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অষ্টমীর সন্ধ্যায় জনসুনামিতে মধ্য ও উত্তরকে টেক্কা দিল দক্ষিণ কলকাতা

নবমীর নিম্নচাপে দশমীতে ঘোর দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ত্রিধারায় পুজো প্রাঙ্গনের থিমে অঘোরী নৃত্য বন্ধ করে দিল কলকাতা পুলিশ

গাজোলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে গেল বাড়ির বারান্দায়, মৃত ১

মেয়েকে সঙ্গে নিয়ে পুজোমণ্ডপে অভিষেক, খেলেন ফুচকা, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার দিলেন বার্তা

চাঁচল রাজবাড়িতে আধ্যাত্মিক ঐতিহ্যে পালিত হল কুমারী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ