27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:04 am
নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি (Sagardighi) বিধানসভা কেন্দ্রে (Assembly ByElection) উপনির্বাচনে কংগ্রেসের (Indian National Congress) হয়ে ভোটে দাঁড়াচ্ছেন বাইরন বিশ্বাস (Bairon Biswas)। শুক্রবার সাংবাদিক বৈঠক (Press Meet) করে দলের তরফে প্রার্থীর নাম ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী (Manoj Chakraborty)।
শুক্রবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী। সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি ঘোষণা করেন, সাগরদিঘি (Sagardighi) কেন্দ্রে কংগ্রেস (Indian National Congress) প্রার্থীর নাম। বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, সাগরদিঘি (Sagardighi) বিধানসভা কেন্দ্রে (Assembly ByElection) উপনির্বাচনে কংগ্রেসের (Indian National Congress) হয়ে লড়বেন বাইরন বিশ্বাস।
উল্লেখ্য আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন হবে। সাগরদিঘি ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ছিলেন ওই কেন্দ্রের বিধায়ক। গত ডিসেম্বর মাসে তাঁর প্রয়াণ ঘটে। এরপর চলতি মাসে সেখানে নির্বাচন করার জন্য দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। সবার আগে এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। এবার প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। প্রসঙ্গত প্রার্থী হিসেবে নিজের নাম দল ঘোষণা করার পর ইতিমধ্যে জনসংযোগ শুরু করে দিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ২৫ জানুয়ারি সাগরদিঘিতে তৃণমূলের প্রথম নির্বাচনী কর্মী সম্মেলন হয়। সাগরদিঘি বিধানসভা এলাকার ১১টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত পদাধিকারী এবং পঞ্চায়েত সমিতির ৩৩ জন সদস্য-সহ যুব এবং অন্যান্য শাখা সংগঠনগুলোর সদস্যদেরকে নিয়ে বৈঠক হয়। সেই সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরুর বার্তা দেওয়া হয়।