এই মুহূর্তে




দশম শ্রেনির কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি ইসলামপুর: দশম শ্রেনির কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগ গ্রেফতার এক।আশঙ্কা জনক অবস্থায় কিশোরীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে(Islampur Hospital) চিকিৎসার জন্য নিয়ে আসে অভিযুক্তের আত্মীয়রা।হাসপাতাল চত্বর থেকেই মুল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ বলে জানিয়েছেন কিশোরীর পরিবারের তরফ থেকে। সোমবার সকালে সেই কিশোরীর মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পরিবার সূত্রে জানাগিয়েছে মৃত কিশোরীর বাড়ি চোপড়া থানার(Chopra P.S.) ঘিরনীগাও গ্রাম পঞ্চায়েতের এলাকায়।পরিবারের অভিযোগ যে গত মাসের ২৭ তারিখে স্কুলের অনলাইন ক্লাস(On Line Class) করার নাম করে সকাল ৯ টার সময় বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরেও বাড়িতে না আাসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখোজির পরেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তার কাছে থাকা মোবাইল(Mobile) সুইচ অফ ছিলো।পরের দিন দাসপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করাও হয়।কিন্তু পুলিশ বলে দুই তিন দিন খোঁজাখোজি করো।কিন্তু রবিবার বিকালে আমার বোন কারো মোবাইল থেকে আমাকে ফোন করে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও ওরা আমাকে মেরে ফেলবে।এই বলে ফোন কেটে যায়।পরে বাড়ি ফিরার পথে পুলিশ মারফত জানতে পারি মেয়ের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। এসে দেখি আশংকা জনক অবস্থা ছটফট করছে।পরে পুলিশের কাছে জানতে পারি ওকে জরিফুল নামে এক ব্যাক্তি হাসপাতালে নিয়ে আসার পর তিনি পালিয়ে যায়।

পরে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানতে পারি।আমার অভিযোগ যে আমার বোনকে ধর্ষণ করে যারা খুন করেছে পুলিশ তাদের কঠোর সাজা দিক।এদিকে ,একজনকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ তাকে সোমবার দুপুরে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে।সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তি জানিয়েছে সে ওই স্কুল ছাত্রীর সাথে প্রেম করতো। পরে ওই স্কুল ছাত্রী জানতে পেরে যায় যে ওই যুবক বিবাহিত। তারপরই সে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে সে হাসপাতালে নিয়ে এসেছিল। সেখানে তার মৃত্যু হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ