এই মুহূর্তে




রুটিন মেনেই মাসির বাড়িতে সমাদৃত জগন্নাথ, বলরাম, সুভদ্রা




নিজস্ব প্রতিনিধি, দিঘা : মন্দিরের রুটিন মেনেই মাসির বাড়িতে সমাদৃত জগন্নাথ, বলরাম সুভদ্রা। ৭ দিনের জন্য দেব-দেবীদের জন্য মাসির বাড়িতে বিশেষ আয়োজন করা হয়েছে। ৯ জন পাচক উপস্থিত রয়েছেন তাঁদের ভোগ প্রস্তুত করার জন্য। শুক্রবার রথের দিন দাদা ও বোনকে নিয়ে মাসির বাড়ি পৌঁছেছেন নীলমাধব। শনিবার থেকে নিয়ম মেনে পুজো ও ভোগ দেওয়া হচ্ছে তাঁদের। সকাল ৬টায় মন্দিরের গেট খুলে মঙ্গলারতি সহ পুজো করা হয়। সকালের দিকে তিন দেব দেবীকেই বাল্যভোগ নিবেদন করা হয়। তারপর চলে মঙ্গলারতি ও দর্শন আরতি হয়।

দুপুর ১২টায় প্রভুকে রাজভোগ দেওয়া হয়। নিয়ম মেনে দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত দ্বৈপ্রাহরিক বিশ্রামে থাকছেন জগন্নাথদেব। বিকেল ৩টের পর মন্দির খুলে বিকেলের ভোগ দেওয়া হচ্ছে। সন্ধ্যায় ফের আরতির আয়োজন করা হয়। দিঘার জগন্নাথ মন্দিরে যেই নিয়মে পুজো, আরতি সহ ভোগ নিবেদন করা হয়, সেই নিয়মেই প্রভুকে সমাদর করা হচ্ছে মাসির বাড়িতেও।

দিঘার জগন্নাথ মন্দিরের সেবাইতদের মধ্যে ৭-৮ জন পালা করে মাসির বাড়িতে পুজো, আরতি ও ভোগ নিবেদন করছেন। মাসির বাড়িতে গিয়েই তাঁরা এই কাজ করেন। জানা গিয়েছে, দিঘার পুরনো জগন্নাথ মন্দিরের বানানো ভোগও দেওয়া হয়েছে প্রভুকে। মাসির বাড়িতে যাতে কোনো আনাদর না হয়, সেদিকেও কড়া নজরদারি রয়েছে। গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবকে দেখতে ভিড় জমিয়েছেন বহু ভক্ত। দেবদর্শনের কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

ব্যারাকপুর থেকে ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, দুই বন্ধুর সশ্রম কারাদণ্ড

আন্দুলে মৃতদেহ দাহ করার পর টাকার বিনিময়ে সার্টিফিকেট মিলছে মুদির দোকানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ