এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রায় খারিজ হতেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে(Calcutta High Court) গৃহযুদ্ধ। এক বিচারপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব আরেক বিচারপতি। মুহুর্তের মধ্যে শোরগোল রাজ্যজুড়ে। কেননা দুই বিচারপতির বিবাদে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নামও। যে দুই বিচারপতির মধ্যেকার এই দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে তাঁরা হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay) এবং বিচারপতি সৌমেন সেন(Justice Soumen Sen)। গতকাল রাজ্যের মেডিকেল কলেজে ভর্তি নিয়ে অনিয়মের একটি মামলায়(Medical College Admission Scam) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার গতকালই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় CBI তদন্তের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়। সেই মামলারই এদিন ফিরতি শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। সেখানে এদিন CBI’র করা FIR খারিজ করা হয়। তারপরেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মেডিকেল কলেজে ভর্তির অনিয়ম নিয়ে CBI তদন্তের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরে পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আদালত থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তা দিয়ে যেন একটা FIR করা হয়। বিচারপতি সেই সময় জানিয়েছিলেন, তিনি অন্তবর্তী স্থগিতাদেশ মানছেন না। কেননা ডিভিশন বেঞ্চের কোনও নির্দেশই লিখিত আকারে আপলোড হয়নি। সেই মতো CBI আধিকারিকেরা রাতের মধ্যেই সেই FIR করেন। কিন্তু এদিন মামলাটি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে উঠলে CBI’র করা FIR খারিজ করা হয় এবং বেঞ্চ নির্দেশ দেয় অবিলম্বে CBI যেন আদালত থেকে নেওয়া নথি আবারও আদালতকে ফিরিয়ে দেয়। এদিন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মূল মামলাকারী তাঁর পিটিশনে কোনওভাবেই FIR এর কথা উল্লেখ করেননি। তিনি FIR চাননি। তাহলে কীসের ভিত্তিতে CBI তদন্ত? যদিও এদিন মূল মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হয়। সেখানে তিনি মামলার রায় দানও করেন। আর সূত্রের দাবি, সেই রায় দানের ক্ষেত্রেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ এনেছেন।

সূত্রের দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে জানিয়েছেন, বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে কলকাতা হাইকোর্টে বড়দিনের ছুটির আগে নাকি বিচারপতি সিনহাকে(Justice Amrita Sinha) হাইকোর্টের মধ্যে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি সেন। সেখানে তিনি বিচারপতি সিনহাকে নাকি জানান, প্রাথমিকের দুটি মামলা তাঁকে খারিজ করে দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তাই তাঁকে ঘাঁটানো যাবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিমত, বিচারপতি সেনের এই ধরনের কথাবার্তা ও নির্দেশ কার্যত একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার সামিল। তিনি তাই করছেন। এর আগে কলকাতা হাইকোর্টের সব বিচারপতি বদলি হলেও বিচারপতি সেন এখনও রয়ে গিয়েছেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করার জন্যই তাঁকে এখানে রেখে দেওয়া হয়েছে। তাঁর কার্যকলাপ বিচার ব্যবস্থার পরিপন্থী। তাঁকে এখনই ইমপিচ করার প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের উচিত হবে বিচারপতি সেন সে সব নির্দেশ দিয়েছেন তা সব খারিজ করে দেওয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর