24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:12 am
নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়ার দাসনগর আলা মোহন দাস স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ আর্থ কেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় হাওড়া জেলা কিকবক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অল বেঙ্গল কিক বক্সিং (Kick Boxing)থ্যালাসেমিয়া কাপ ২০২৩ আয়োজিত হল। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাড়ে চারশো প্রতিযোগী অংশগ্রহণ করে। এসোসিয়েশনের সংস্থার কর্ণধার সন্দীপ সেনাপতি জানান, সমস্ত শিশুদের বিভিন্ন খেলায় যুক্ত করতে হবে। যাতে শিশুদের শরীর মন সবকিছুই সুস্থ থাকে।
কারণ খেলাই হচ্ছে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত থাকা দরকার। প্রতিযোগিতায় সেরা জেলার শিরোপা অর্জন করে কলকাতা। বিজেতা হাওড়া এবং তৃতীয় স্থান অধিকার করে উত্তর ২৪ পরগনা জেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর প্রতিনিধি ত্রিলোকেশ মন্ডল। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার (Howrah Municipality) প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী, সমাজসেবী মহেন্দ্র শর্মা, বিশিষ্ট আইনজীবী অভিষেক পাঠক সহ বিশিষ্ট মানুষ।
অন্যদিকে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) দেশদত্তবাড় ইউনাইটেড হাইস্কুলের সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন হল ।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির সভাপতি অদ্বৈত্য মাল,বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি তথা উৎসব কমিটির সহসভাপতি আমিন সোহেল ,প্রধান শিক্ষক দেবপম পরিহারী ,পঞ্চায়েত প্রধান অপর্ণা দাস ,পরিচালক কমিটির সদস্য অজিত খাটুয়া ,প্রাক্তন শিক্ষক দেবাশীষ ঘোড়াই , রাধাকৃষ্ণ গিরি , বিশিষ্ট সমাজসেবী প্রভুরাম দাস ,সহ অন্যান্য অতিথিবৃন্দ।