এই মুহূর্তে




সাবধান! কালীপুজোয় ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ফানুস ওড়ানো নিষিদ্ধ। বহুতল গুলিতে কালীপুজো ও দীপাবলি, উপলক্ষে বিশেষ নজরদারি চালাবে কলকাতা পুলিশ। শব্দবাজি ফাটালে কড়া ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। তবে দুর্গাপুজো যেমন নির্বিঘ্নে কেটেছে কলকাতা পুলিশ আশা রাখছে কালীপুজোতেও সকলের সহযোগিতা পাওয়া যাবে এবং নির্বিঘ্নেই পূজো ও দীপাবলি কাটবে। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনধান্য স্টেডিয়ামে কালীপুজো কমিটিগুলি সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা । তিনি জানান,কলকাতা শহরে মোট সাড়ে তিন হাজারের বেশি কালীপুজো হয়। ২১, ২২ ২৩ অক্টোবর কালীপুজোর বিসর্জনের দিন ধার্য হয়েছে। কালীপুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকের পর ধনধান্য অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)।দমকল বিভাগের ২০১৯ সালের জারি বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুস ওড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত আসন্ন কালী পুজো ও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে কালীপুজো কমিটি এবং সমস্ত থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক দের সঙ্গে সমন্বয় বৈঠক করলেন মনোজ ভার্মা।

উপস্থিত ছিলেন সিইএস সি(CESC), রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড, দমকল বিভাগ , পূর্ত দফতর, কলকাতা পুরসভা, এবং পরিবেশ দফতরের আধিকারিকরা।প্রসঙ্গত কলকাতায় প্রায় ৩৫০০ বেশি কালী পুজো কমিটি রয়েছে। এদিন কলকাতার বড় বড় কালী পুজো কমিটির উদ্যোক্তা দের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে কালীপুজো এবং দীপাবলীর নিয়ে গাইডলাইন বেঁধে দিলেন কলকাতার পুলিশ কমিশনার। প্রত্যেক বছরের মত নিষিদ্ধ বাজি ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তিনি জানান যে বিভিন্ন কালী পুজো কমিটির পক্ষ থেকে ফানুসের(The Lantern) উপরে নিষেধাজ্ঞা জারি করার দাবি তোলা হয় বৈঠকে। সেই মত সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কলকাতা পুলিশের সিপি। তিনি জানান যে, সমস্ত বড় বড় আবাসনের এবং বহুতল গুলির উপর নজরদারি চলবে। যদি কেউ নিয়মের লঙ্ঘন করে তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মনোজ কুমার ভার্মা। অন্যদিকে, কলকাতা পুর সভার বোরো চেয়ারম্যান তথা কাউন্সিলর দেবলীনা বিশ্বাস জানান যে, কলকাতা পুলিশের নগরপাল শব্দ বাজির ফাটানো এবং ফানুস ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছেন।

এছাড়া যাতে কালীপুজো এবং দীপাবলি যাতে সঠিক ভাবে নিয়ম মেনে হয় ,তার জন্য সমস্ত কালীপুজো কমিটির কাছে আবেদন জানিয়েছেন বলে জানান কলকাতা পুর সভার বোরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস। অন্যদিকে বৈঠকে দুর্গাপুজোর মত যাতে কালীপুজোতে ও যাতে কার্নিভাল করা হয়। সেই দাবি জানান কালী পুজোর উদ্যোক্তারা। পাশপাশি এদিন দুর্গা পুজোর কমিটির মত বাকি সুযোগ সুবিধা দেওয়ার দাবিও রাখা হয়েছে। সমন্বয় বৈঠকে কালীপুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার দাবি করা হলে,CESC পক্ষ থেকে এই বিষয়ে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার আশ্বাস দেন CESC কর্তৃপক্ষ বলে জানান কালীপুজো কমিটির একজন উদ্যোক্তা। কলকাতার সমস্ত থানার ওসি সহ অ্যাডিশনাল ওসি ,দমকল, CESC, বিপর্যয় মোকাবিলা দফতর, ট্র্যাফিক বিভাগ, রিভার ট্র্যাফিক সহ সমস্ত ডিভিশনের ডিসি থেকে নিয়ে এসি সহ লালবাজারের সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এদিনের কালীপুজো এবং দীপাবলীর সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন ধনধান্য অডিটোরিয়ামে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

৫০০ বছর আগে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব কীভাবে? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পূজিত দেবী

কালীপুজোয় দক্ষিণেশ্বর, কালীঘাট ও তারাপীঠে থাকে মায়ের বিশেষ ভোগের আয়োজন

রূপোর তোড়া থেকে বেনারসি শাড়ি! এ বছর কোন কোন তারকার উপহারে সাজবেন নৈহাটির ‘বড় মা’?

‘পাহাড়ে একতরফা কেন মধ্যস্থতাকারী নিয়োগ?’, মোদিকে চিঠি ক্ষুব্ধ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ