এই মুহূর্তে




নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় রিপোর্ট তলব ব্রাত্যর

নিজস্ব প্রতিনিধি : নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডব চালানোর ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ঘটনার কড়া নিন্দা করে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, এই ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। যারাই যুক্ত থাকুক না কেন, কাউকে ছাড়া হবে না।

শনিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী এদিন জানান, ‘আমি আগে বিষয়টি জানতাম না। কোনও আক্রমণকারীকেই ছাড়া হবে না। এই বিষয়ে রিপোর্ট করা হয়েছে। যা পদক্ষেপ করার করব।‘ ইতিমধ্যে এই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি।

কিছুদিন আগেই নরেন্দ্রপুরের ওই স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই এদিন এলাকার কিছু বহিরাগত স্কুলের মধ্যে ঢুকে তাণ্ডবলীলা চালানো হয়। স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করা হয়। শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে প্রধান শিক্ষককে।  প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি মামলা করেছিলেন স্কুলের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। সেই মামলা তুলে নিতে বলেছিলেন প্রধান শিক্ষক। কিন্তু শিক্ষক শিক্ষিকারা তা শুনতে রাজি হননি। সেইকারণেই বহিরাগতদের দিয়ে স্কুলে তাঁদের ওপর আক্রমণ চালিয়েছেন প্রধান শিক্ষক। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR নিয়ে রণকৌশল সাজাতে বৈঠকে বসছে তৃণমূল, কী বিষয়ে আলোচনা?

SIR নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, কবে শুনানি?

পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরি, বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী

শুক্রে প্রকাশিত উচ্চমাধ্যমিকের সেমিস্টারের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সাতসকালে মেট্রোর ব্লু লাইনে বিভ্রাট, কিছুক্ষণ পর পরিষেবা স্বাভাবিক

‘মান্থা’ দুর্বল হয়েও বঙ্গে বৃষ্টি জারি, কেমন থাকবে আবহাওয়া?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ