এই মুহূর্তে




মুখ্যমন্ত্রীর দিল্লিযাত্রার দিনেই রাজ্য পুলিশে রদবদল

নিজস্ব প্রতিনিধি: দলের অন্দরে রদবদল ঘটানো হয়েছে ৩-৪ দিন আগেই। গতকাল রাজ্যের মন্ত্রিসভাতেও রদবদল ঘটানো হয়েছে। এবার পালা রাজ্য পুলিশের(West Bengal State Police)। বৃহস্পতিবার সেটাই ঘটানো হল। ঘটনাচক্রে এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দিল্লি যাচ্ছেন। তার আগেই রাজ্য পুলিশে কিছু রদবদল করা হল। বড়সড় না হলেও যে পদে বদল ঘটানো হয়েছে তা উচ্চস্তরের পদ বলেই গণ্য হয়। এর আগে মে মাসেও রাজ্য পুলিশে বড় রদবদল হয়েছিল। এবার আবারও রদবদল হল রাজ্য মন্ত্রিসভায় রদবদলের পরে পরেই। 

জানা গিয়েছে, রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফের নতুন আইজি করা হয়েছে আইপিএস নিশাত পারভেজকে(Nishat Parvej)। আবার রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর এডিজি করা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে(Ajay Mukund Ranade)। রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি’র নতুন ডিআইজি করা হয়েছে সোমা দাস মিত্রকে। অনিল শ্রীনিবাসকে রাজ্য বিদ্যুৎ নিগমের সিকিউরিটি ও ভিজিলেন্স উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। যাদবপুর ডিভিশনের ডিসি এসএসডি অবধেশ পাঠককে পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। সেখানে তাঁকে এসপি ট্রাফিক পদে বসানো হয়েছে। পরিবর্তে যাদবপুর ডিভিশনের নতুন ডিসি এসএসডি পদে আনা হয়েছে কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল পদে থাকা সূর্যপ্রতাপ যাদবকে। রাজ্য পুলিশের এসএস আইবি পদে আনা হল কুমার গৌতমকে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর অংশুমান সাহাকে কোচবিহারের নারায়নী ব্যাটেলিয়নের সিও করা হয়েছে। কলকাতা পুলিসের নতুন ডিসি ডিডি স্পেশাল করা হয়েছে অরিস বিলালকে।  

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে আরও এক দফা রদবদল করা হবে রাজ্য পুলিশে। সেই সঙ্গে মেদিনীপুর-খড়গপুরের জন্য পৃথক পুলিশ কমিশনারেট গঠনের চিন্তাভাবনাও চলছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বারুইপুর, সোনারপুর, ডায়মন্ডহারবার, পুজালি, বজবজ ও মহেশতলা এলাকার জন্যও একটি পৃথক পুলিশ কমিশনারেট গঠনের ভাবনাচিন্তাও রয়েছে রাজ্য সরকারের। তবে এই বিষয়ে পরবর্তীকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া ময়দান থেকে সেক্টর V মেট্রোর সূচীতে বদল, কখন ছাড়বে শেষ মেট্রো?

ফর্ম পাননি অনেকে, কমিশনের কাছে ফর্ম বিলির সময়বৃদ্ধির আর্জি

রবির সকালে ফের আগুন, জ্বলছে চাঁদনি চকের সিএসসি’র অফিস

২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! আরও নামবে তাপমাত্রা

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে ৮ BLO-কে শোকজ, অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ