এই মুহূর্তে




নিজের লেখা গানের মধ্যে দিয়ে মহানবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু থেকেই নিজের লেখা গানের মধ্য দিয়ে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানবমীতেও তার অন্যথা হল না।  রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। উপহার দিলেন আরও এক গান। সেই সঙ্গেই শেয়ার করেছেন একটি ভিডিও।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী গানের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “যদি থাকত একটা ছোট্ট বাগান তবে কলি হয়ে রোজ ফুটতাম” এর পরেই তিনি লেখেন, “সকলকে জানাই মহানবমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তী ‘র গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

এক বছর পর মা কৈলাস থেকে সপরিবারে এসেছেন মর্ত্যে। চারদিন কাটিয়ে ফের ফিরে যাবেন কৈলাশে। কিন্তু এই চার দিন ঘরের মেয়ের ঘরে আসার আনন্দে মেতে উঠেছে বাঙালিরা। মহালয়ার আগের দিন থেকে শহরে এবং জেলায় একাধিক পূজা মন্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারপর থেকেই খুলে দেওয়া হয়েছে মণ্ডপ। তখন থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন মণ্ডপে মণ্ডপে। শারদোৎসবের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিনই রাজ্যবাসীকে নিজের লেখা ও সুর দেওয়া গানের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। অষ্টমীর রাতে বৃষ্টি হলেও তাকে উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে। সকাল থেকেই রাস্তায় রাস্তায় নেমে পড়েছে দর্শনার্থীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নবমীর দুপুর থেকে কলকাতায় বৃষ্টি শুরু, রাতে ধেয়ে আসছে দুর্যোগ

নবমীতে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, আজ থেকে ফের শুরু বৃষ্টি

অষ্টমীর সন্ধ্যায় জনসুনামিতে মধ্য ও উত্তরকে টেক্কা দিল দক্ষিণ কলকাতা

নবমীর নিম্নচাপে দশমীতে ঘোর দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ত্রিধারায় পুজো প্রাঙ্গনের থিমে অঘোরী নৃত্য বন্ধ করে দিল কলকাতা পুলিশ

মেয়েকে সঙ্গে নিয়ে পুজোমণ্ডপে অভিষেক, খেলেন ফুচকা, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার দিলেন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ