এই মুহূর্তে




এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ডিভিশন বেঞ্চে পর্ষদ

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল প্রকাশ নিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। গত ১২ ডিসেম্বর প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হল।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বে়্ঞ্চে এই মামলার শুনানি হবে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এর আগে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয়। কিন্তু ২০১৬ সালের নিয়োগ রীতি মেনে প্যানেল প্রকাশের কোনও নিয়ম নেই।

তবে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার রয়েছে আদালত। বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, প্যানেল প্রকাশ না করে কি পর্ষদ কাউকে আড়াল করতে চাইছেন।বিচারপতি জানিয়েছিলেন, ৭ ডিসেম্বরের মধ্যে পর্ষদকে হলফনামায় দুটি নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতকে জমা দিতে হবে। কিন্তু প্যানেল প্রকাশ করেনি পর্ষদ। এরজন্য পর্ষদকে আদালতের কাছে ভর্ৎসনাও শুনতে হয়। এর আগে বিচারপতি অমৃতা সিনহা বেআইনিভাবে চাকরি পাওয়া ৯৪ জনকে বরখাস্তের কথা জানিয়েছিলেন।

 

 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া ময়দান থেকে সেক্টর V মেট্রোর সূচীতে বদল, কখন ছাড়বে শেষ মেট্রো?

ফর্ম পাননি অনেকে, কমিশনের কাছে ফর্ম বিলির সময়বৃদ্ধির আর্জি

রবির সকালে ফের আগুন, জ্বলছে চাঁদনি চকের সিএসসি’র অফিস

২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! আরও নামবে তাপমাত্রা

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে ৮ BLO-কে শোকজ, অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ