এই মুহূর্তে




ফের সক্রিয় ইডি, বালিপাচার মামলার তদন্তে কলকাতা সহ একাধিক জায়গায় সকাল থেকে শুরু তল্লাশি

নিজস্ব প্রতিনিধি: গত সেপ্টেম্বরে বালি পাচার মামতার তদন্তে নেমে বড় সাফল্য পেয়েছিল ইডি। ঝাড়গ্রামে বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১২ লাখ টাকা নগদ উদ্ধার । সেই বালিপাচার মামলার তদন্তে ফের ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। লক্ষ্মীবারের সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কলকাতা, আসানসোলের বেশ কয়েকটি জায়গায় শুরু করে তল্লাশি। ঝাড়গ্রামের লালগড় এবং গোপীবল্লভপুরে শুরু হয়েছে তল্লাশি।

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ইডি তল্লাশি শুরু করেছে।  বালি সিন্ডিকেট ও বালি পাচার তদন্তে একযোগে ৭ জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে এই মামলায়র সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তদন্তকারী অফিসাররা আসানসোলের মুরগাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালির কারবারের সঙ্গে মণীশ দীর্ঘ দিন ধরেই যুক্ত। পাশাপাশি গোপীবল্লভপুরে ব্যবসায়ী সৌরভ রায়ের বালি খাদানেও চলছে তল্লাশি। সকাল থেকে কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট এলাকায় অভিযান চালাচ্ছে সংস্থা। সেখানে একটি সংস্থার অফিসে তল্লাশি চালানো কথা থাকলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই অফিসে প্রবেশ করতে পারেননি তদন্তকারীরা।

গত মাসেই সৌরভ রায়ের  ২টি বালি  খাদানে তল্লাশি চালিয়েছিল। সেই সময়ে তল্লাশির সময়ে প্রচুর টাকা এবং নথি উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছিল ৯ সেপ্টেম্বর মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা  ও গোপীবল্লভপুরে আর এক ব্যবসায়ীর বাড়ি থেকেও প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার  হয়েছিল।  সেই সূত্র ধরেই আজকের তল্লাশি অভিযান শুরু হয়েছে।  রাজ্যের একাধিক জায়গা থেকে বালি পাচারের অভিযোগ সামনে এসেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের নাগরিক, অথচ সপরিবারে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেলেন বাংলাদেশ, চাঞ্চল্য সংগ্রামপুরে

মালদার বৈষ্ণবনগর থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ