এই মুহূর্তে

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

নিজস্ব প্রতিনিধি: খোদ কলকাতার বুকে নিজের শক্তি প্রদর্শনের সুপ্ত ইচ্ছা অপূর্ণই থাকছে ভরতপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। বাংলায় মুসলিমদের স্বঘোষিত ‘মসিহা’ ব্রিগেডে জনসভা করে শক্তি দেখানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেনার পূর্বাঞ্চলীয় শাখার তরফে ব্রিগেডে হুমায়ুন কবীরের দলকে সভা করার অনুমতি দেওয়া হয়নি। ব্রিগেডের পরিবর্তে শহিদ মিনারে সভা করার পরামর্শ দেওয়া হয়েছিল সেনার তরফে। কিন্তু তাতে আঁতে ঘা লেগেছে হুমায়ুন কবীরের। সেনার কাছে জোর ধাক্কা খাওয়ার পরেই তিনি হুঙ্কার ছেড়েছেন, ‘মুর্শিদাবাদেই ১০ লক্ষ মানুষকে নিয়ে সমাবেশ করা হবে।’ পাশাপাশি পরোক্ষে সেনাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা নজর রাখছি ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক দলকে সেনা ব্রিগেডে সভার জন্য অনুমতি দেয় কি না।’

গত কয়েক মাস ধরেই হুঙ্কার ছেড়ে চলেছেন বঙ্গ রাজনীতিতে ‘দলবদলু’ নেতা হিসাবে পরিচিত মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। রাজ্যে মুসলিমদের কাছে ‘মসিহা’ হয়ে উঠতে বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন। যদিও ওই মসজিদের ভবিষ্যত নিয়ে সন্দিহান খোদ মুসলিমদের একাংশ। বাবরি মসজিদের শিলান্যাসের পর গত মাসে জনতা উন্নয়ন পার্টি নামে নয়া এক রাজনৈতিক দলও খুলেছেন।

নয়া দল খোলার পরেই তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে তাড়ানোর হুঙ্কার দিয়ে চলেছেন হুমায়ুন। গত মাসেই ঘোষণা করেছিলেন, ‘জানুয়ারিতে ব্রিগেডে ১০ লক্ষ মানুষের সমাবেশ করবেন।’ যেহেতু কলকাতা ময়দানের মালিক সেনা, তাই ফোর্ট উইলিয়ামে সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরেও সভার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি)  সেনার তরফে হুমায়ুনদের ডেকে জানানো হয়, ‘ওই সময়ে ব্রিগেডে সভা করার অনুমতি দেওয়া হবে না। চাইলে শহিদ মিনারে সভা করতে পারেন।’ কিন্তু সেনার সেই পরামর্শ মানেননি হুমায়ুনরা।  পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনতা উন্নয়ন পার্টির প্রধান জানান, ‘চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই মুর্শিদাবাদে ১০ লক্ষ মানুষের সমাবেশ করে ক্ষমতা দেখিয়ে দেব।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ, কী নিয়ে কথা দু’‌পক্ষের?‌

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

কলকাতায় যুবতীর অস্বাভাবিক মৃত্যু, গলার চিহ্নে বাড়ছে রহস্য

চেয়ারের মর্যাদা রক্ষা করলে মানুষ সম্মান করবে, কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

‘ডবল ইঞ্জিন রাজ্যেই মানুষ হেনস্থার শিকার হচ্ছে’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সরব মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ