এই মুহূর্তে




শহর কলকাতায় ফিরছে লেডিজ স্পেশাল বাস, মঙ্গলে হবে উদ্বোধন

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আগে ছিল না এমন নয়। তবে মহিলা যাত্রীদের অভাবে আর পুরুষ যাত্রীদের বিক্ষোভে তা বন্ধ হয়ে যায়। কিন্তু আবারও সেই পরিষেবা ফিরছে। নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নজরে শহর কলকাতার(Kolkata) বুকে লেডিজ স্পেশাল বাস(Ladies Special Bus Service)। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ফের চালু হতে চলেছে লেডিজ স্পেশ্যাল বাস। তবে শুধুমাত্র একটি রুটে। হাওড়া স্টেশন(Howrah Station) থেকে বালিগঞ্জ(Ballygunge)। আগামিকাল সেই পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। থাকবেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এবং রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্রেরও। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিশেষ মাতৃভূমি লোকাল চালু করেছিলেন। যা এখনও চলছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই মহিলাদের জন্য নির্দিষ্ট বাস সার্ভিসের এই উদ্যোগ বলে পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে। মূলত চাকরিজীবী মহিলাদের জন্যই এই পরিষেবা চালু করা হচ্ছে।

জানা গিয়েছে, লোকাল ট্রেনে চড়ে রোজ শহরে আসা হাজার হাজার মহিলার দ্রুত অফিস, স্কুল-কলেজে পৌঁছনোর কথা ভেবেই এই মহিলা স্পেশাল বাস চালু করা হচ্ছে। বাসে থাকবেন মহিলা কন্ডাক্টর। রোজ সকালে হাওড়া থেকে বাস ছেড়ে যাবে বালিগঞ্জ। সকাল সাড়ে ৯টা এবং ১০টায় দুটো বাস ছাড়বে হাওড়া থেকে। কেননা ওই সময় হাওড়ায় লেডিজ স্পেশাল ট্রেন ঢোকে। ফলে সেখান থেকে মহিলা যাত্রীরা নেমে বাসে উঠতে পারবেন। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে একবার এই মহিলা স্পেশাল বাস চালু হয়েছিল। কিন্তু বেশ কয়েক মাস চলার পর তা বন্ধ হয়ে যায়। রাজ্যের পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত দুটি বাস হাওড়া থেকে বালিগঞ্জ গেলেও তার সংখ্যা ভবিষ্যতে বাড়বে। সে ক্ষেত্রে শিয়ালদহ স্টেশন থেকেও তা চালু করা হতে পারে। আপাতত নন এসি বাস চালু হলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে এসি বাসও নামবে।

বিকেলে অফিস ফেরত মহিলাদের জন্যও রাখা হতে পারে লেডিজ স্পেশাল বাস। পরে রাজ্যের অন‌্যত্রও তা কার্যকর হবে। অফিস টাইমে বাসে যেরকম ভিড় থাকে তাতে সাধারণ মহিলা যাত্রীদের অফিস পৌঁছতে সমস্যা হয়। অনেকেই ভিড়ের কারণে বাসে উঠতে পারেন না। অপেক্ষা করতে হয় পরের বাসের জন্য। ফলে অফিস পৌঁছতে তাঁদের দেরি হয়ে যায়। এবার সেই সমস্যার অনেকটাই সমাধান হবে। চাকরিজীবী মহিলাদের পাশাপাশি ওই বাসে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীরাও উঠতে পারবে। এতে মহিলারা সুরক্ষিতভাবে দ্রুত কর্মস্থলে পৌঁছে যেতে পারবেন। বাসের সামনে লেডিজ স্পেশাল লেখা থাকবে। ফলে পুরুষ যাত্রীরা তাতে উঠতে

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

SIR আবহে ৬ ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস, দায়িত্বে তৃণমূলের ছাত্র-যুবরা

আরও একধাপ এগোল নিয়োগ প্রক্রিয়া, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে শুরু নথি যাচাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ