-273ºc,
Friday, 2nd June, 2023 8:15 pm
নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে নাগরাকাটা ব্লকের বামনডাঙা মডেল ভিলেজের কাছে চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তিকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (HOSPITAL) রেফার করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
জানা গিয়েছে, মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের বাসিন্দা সতীরাম নায়েক। ৩২ বছরের ওই যুবক মডেল ভিলেজের কাছে শৌচকর্ম সারতে গিয়েছিলেন। সেখানেই ঝোপের মধ্যে ছিল একটি চিতাবাঘ। পরে যুবকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ওই চিতাবাঘ। তাঁর মাথায় কামড় দেয়। ওই চিতাবাঘের থাবা ও কামড়ে ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত হন যুবক।
এরপর তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে চিতাবাঘটি ওই যুবককে ছেড়ে জঙ্গলে ঢুকে পড়ে। এরপরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সুলকাপাড়ায় আসেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।