এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

লে হালুয়া, রথের জন্য মদ বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিনিধি: বারো মাস তেরো পার্বণের দেশ আমাদের এই বাংলা। প্রতি মাসেই কোনও না কোনও উৎসব লেগে আছে এখানে। আর সেই সব উৎসবের সময়ে মদ(Liquor) বিক্রির ওপরে কিছু বিধিনিষেধ আরোপ করে রাজ্য সরকার। এবার সেই তালিকায় জুড়ে গেল রথযাত্রাও(Rath Yatra)। আগামী ১ জুলাই রথযাত্রা। সেদিন দাদা বলরাম, বোন সুভদ্রার সঙ্গে রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ। আর তার জন্য মদ বিক্রির ওপরে চেপে গেল বিধিনিষেধ। রথের মেলা বা রথযাত্রার সময় মদ খেয়ে কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি না করতে পারে সেজন্য মদ বিক্রির ওপরে বিধিনিষেধ জারি হয়ে গেল। রথের দিন সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। তবে এই সিদ্ধান্ত আপাতত লাগু হতে চলেছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সদর মহকুমার মহিষাদল ব্লকের ক্ষেত্রেই।

বাংলার বুকে রথযাত্রার সব থেকে বেশি খ্যাতি হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রার। তারপরেই থাকছে ওই জেলারই গুপ্তিপাড়ার রথযাত্রা। এরপরেই নাম উঠে আসে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রথযাত্রার নাম। ১৭৭৬ সালে রাজা আনন্দলাল উপাধ্যায়ের পত্নী রানি জানকী এই রথযাত্রার সূচনা করেন। ঐতিহ্যবাহী এই রথযাত্রায় রাজবাড়ির কুলদেবতা মদনমোহন জিউকে শুধু রথে তোলা হয়। বলরাম বা সুভদ্রার কোনও প্রতিকৃতি দেখা যায় না। সারা বছর এই রথ দেখভালের ভার রাজ পরিবারের। তবে রথ উৎসবের দিনগুলির মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত খরচ ও পরিচালনার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত সমিতিই বহন করে। সময় স্রোতে ১৭টি চূড়া বিশিষ্ট এই রথের উচ্চতা কমে ১৩টি হয়েছে। কিন্তু উৎসবের জাঁক বেড়ে চলেছে দিন দিন। প্রতি বছর রথতলা থেকে গুণ্ডিচা মাসির বাড়ি পর্যন্ত যায় ২৩৭ বছরের পুরোনো মহিষাদলের রথ। আগে গুণ্ডিচাবাটির দিকে মেলা বসলেও রাস্তা সরু হওয়ায় তা সরে যায় ছোলাবাড়ি এলাকায়। সিনেমা মোড় থেকে শুরু করে তেরাপেখ্যা মোড়, রাজবাড়ি সংলগ্ন ছোলাবাড়ি, পুরাতন বাসস্ট্যান্ডে সার দিয়ে বসে কাঁঠাল, বেতের সামগ্রী, জিলিপি, পাঁপড়, তেলেভাজার দোকান।  

কিন্তু কোভিডের কারণে বিগত দুই বছর এই রথযাত্রা বন্ধ ছিল। কিন্তু এবার বেশ বড় আকারে রথের উৎসব পালিত হবে মহিষাদলে। ২২দিনের রথ উৎসব এবারে আরও দু’দিন বাড়িয়ে ২৪ দিন করা হয়েছে। রথ উপলক্ষে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপও করা হচ্ছে। ভিড় ঠেকানো, বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ঠেকানোর জন্য এবছর নতুন কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী(Tilak Chakrabarty)। রবিবার মহিষাদলের প্রাচীন রথ সড়ক পরিদর্শনে গিয়ে তিনি জানান, ‘এবার পানিহাটি দই চিঁড়ে উৎসবে দুর্ঘটনার কথা মাথায় রেখে রথ সড়কের সঙ্গে যুক্ত সমস্ত রাস্তায় বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হচ্ছে। রাজ্য সড়ক, রাজবাড়ি সড়ক সহ একাধিক রাস্তায় যেখানে দোকানপাট বসে সেখানে রাস্তা থেকে ৫ ফুট ছেড়ে দোকান বসানোর অনুমতি দেওয়া হবে। মদ্যপান করে কেউ যাতে রথের সময় বিশৃঙ্খলা তৈরি না করতে পারে সেজন্য মহিষাদল এলাকার সমস্ত মদ দোকান রথের দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে পুলিশের(Police) তরফে। দোকানগুলির ওপর নজরদারিও রাখা হবে। কেউ গোপনে মদ বিক্রির চেষ্টা করলে বা মদ খেয়ে ধরা পড়লে কড়া পদক্ষেপ নেবে পুলিশ।’

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘রথের দিন অতিরিক্ত ভিড় কোথায় হচ্ছে তা সিসিটিভি ও ড্রোন উড়িয়ে নজরদারি করা হবে। কারণ কোভিডের জন্য দুই বছর বন্ধ থাকার পর এবার রথে ব্যাপক ভিড় হওয়ার সম্ভবনা থাকছে। আর তা মাথায় রেখেই কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রথের দিন দুপুর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিভিন্ন রুটে। বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ও গেঁওখালি-তেরপেখিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে। রথ সড়কে ভিড় ঠেকাতে সিসিটিভি ও ড্রোন নজরদারি চালানো হবে। ভিড় ঠেকাতে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে লাইভ রথ টানা দেখানোর পরিকল্পনা করা হয়েছে। রথ সড়কের দুধারে অবৈধভাবে বসবাকারী ব্যবসায়ী সহ স্থানীয়দের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বারের চেষ্টায় ইউপিএসসিতে সফল, তাক লাগিয়ে দিলেন শ্রীরামপুরের মেয়ে

সুন্দরবনের রায়মঙ্গল নদী বাঁধে ৩০০ ফুট চওড়া ফাটল, আতঙ্কে গ্রামবাসীরা

ইসলামপুরে একসাথে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন তাহেরা বেগম

‘দেশ থেকে গণতন্ত্র মুছে যাবে’, বাংলায় এসে মোদিকে তোপ খাড়গের

ভারত – বাংলাদেশ সীমান্তে মাদকসহ দিল্লি পুলিশের হাতে গ্রেফতার বিএসএফ আধিকারিক

ইভিএম মেশিনে কারচুপির আশঙ্কা, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর