এই মুহূর্তে




রীতি মেনে সাড়ম্বরে স্নানযাত্রা মাহেশে, কত ঘড়া দুধ জলে স্নান জগন্নাথের?




নিজস্ব প্রতিনিধি : হুগলির মাহেশে সাড়ম্বরে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা। বুধবার এই স্নানযাত্রা অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বহু ভক্ত। এবারে জগন্নাথদেবের স্নানযাত্রা ৬২৮ বছরে পা দিল।

সকাল থেকেই মঙ্গল আরতি, নিমকাঠের দাঁতন, সুগন্ধি, দুধ, গঙ্গাজল-সহ পঞ্চদ্রব্য দিয়ে সম্পন্ন হয়েছে জগন্নাথদেবের অভিষেক স্নান। এবার মাহেশে ২৮ ঘড়া গঙ্গাজল ও দু’ মন দুধ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান সম্পন্ন হয়েছে। মন্দির সংলগ্ন স্নানপিড়ির মাঠে জগন্নাথদেবকে স্নান করানো হয়েছে।

জানা গিয়েছে, ১০৮ ধরনের বিশেষ দ্রব্য দিয়ে জগন্নাথদেবের মহা অভিষেক স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন তীর্থের জল, নদীর জল সহ নানা উপাচার দিয়ে স্নানযাত্র দেখতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। মাহেশের রথের আলাদা মাহাত্ম্য রয়েছে।

জগন্নাথ দেবের স্নানযাত্রা দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। পুরীতে ১২ বছর অন্তর অন্তর নব কলেবর হয়। কিন্তু মাহেশের ক্ষেত্রে বিগ্রহের কোনও পরিবর্তন হয় না। এত বছর ধরে একই বিগ্রহকে পুজো করে আসা হচ্ছে। অন্যান্যবারের মত এবারেও সকাল থেকেই মন্দির চত্বরে রয়েছে বাধভাঙা উচ্ছ্বাস। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মাঠে স্নানমঞ্চে। নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর জগন্নাথদেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখন লেপ, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। সেই কারণে কিছুদিন বন্ধ থাকে মন্দির।

তারপর অঙ্গরাগ হয় জগন্নাথদেবের। ভেষজ রং দিয়ে তাঁকে রাঙিয়ে তোলা হয়। জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম এবং বোন সুভদ্রা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাঙ্গিপাড়ায় দীর্ঘ ৭ ঘন্টার চেষ্টায় গভীর নলকূপ থেকে কঙ্কাল সার দেহ উদ্ধার পুলিশের

আলিপুরদুয়ারে গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার দুই সিভিক ভলান্টিয়ার ও এক হোম গার্ড

চাকরি দেওয়ার প্রলোভনে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার যুবক

নাবালিকার বিয়ে আটকে দিলেন প্রশাসন ও পুলিশ আধিকারিকরা, সচেতন বার্তা পরিবারকে

জন্মের আগেই পেটে থাকা সন্তান এবং মায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদায়

কুলতলিতে টেবিল ফ্যানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, তদন্ত পুলিশ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ