33ºc, Haze
Monday, 4th July, 2022 1:39 pm
নিজস্ব প্রতিনিধি: এসএসসি কাণ্ড থেকে গরু পাচার কাণ্ড, কয়লা পাচার কাণ্ড। এসব কিছু নিয়েই বৃহস্পতিবার ঝাড়গ্রাম(Jhargram) স্টেডিয়ামে আয়োজিত দলের কর্মীসভা থেকে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারকে(Modi Government) আক্রমণ শানলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর অভিমত, রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না বিজেপি(BJP)। একের পর এক ভোটে বাংলার বুকে হেরেই চলেছে গেরুয়া ব্রিগেড। আর তাই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভয় দেখাচ্ছে। যদিও সে সব করে যে তৃণমূলকে(TMC) আটকানো যাবে না সেটা পরিষ্কার জানিয়ে দেন তৃণমূলনেত্রী। এসএসসি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে স্বেচ্ছায় সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। এই দুই ঘটনার নাম না করেই এদিন মুখ্যমন্ত্রী আক্রমণ শানেন বিজেপিকে, আক্রমণ করেন কেন্দ্রের মোদি সরকারকে।
এদিন বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হেরে গিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। আর বদনাম করার হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় সরকারি এজেন্সি কাজে লাগাচ্ছে তারা। কিন্তু এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। বিজেপি বাংলার ক্ষতি করা ছাড়া আর কোনও কাজ করেননি। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলাকে জব্দ করা যাবে না। কোনও ভয়ের কাছে মাথানত করবেন না। বিজেপি আজ তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। কারও আজকে বেঁচে থাকার অধিকার নেই। স্বাধীনতার অধিকার নেই। নাগরিক অধিকার নেই। সব অধিকার খর্ব করে দিয়েছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেখানে বিজেপির লোক ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না। কিন্তু গায়ের জোরে জুলুম করে বিজেপি যদি মনে করে তৃণমূলকে স্তব্দ করবে, তবে সে গুড়ে বালি। কারণ, তৃণমূল জব্দ করে, স্তব্ধ হয় না। এখানে হেরে গিয়ে ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে না? তাই এখন থেকে মিথ্যে কথা বলছে। কেন্দ্রীয় সংস্থা দিয়ে মিথ্যা বদনাম দিচ্ছে। শুধু বাংলায় নয়, কেন্দ্র গোটা দেশে তুঘলকি চালাচ্ছে। আগে তোমাদের রাজ্যগুলি দেখ। সেখানে তো ভয়ে কেউ থানায় অভিযোগ জানাতেই পারে না।’