এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘মাঝরাতে কেন অভিযান চালাতে হল NIA-কে’, ভূপতিনগরের ঘটনায় প্রশ্ন মমতার

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি মহকুমার(Contai Sub Division) ভূপতিনগরে(Bhupatinagar) এদিন ভোরে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি NIA’র ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে তিনি প্রশ্ন তুলেছেন, NIA’র ভূমিকা নিয়ে। তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, ‘বিজেপিকে(BJP) ভোটে জেতাতেই NIA’র এই তৎপরতা। গ্রামবাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করে থাকেন, তা-ই হয়েছে। মাঝরাতে কেন অভিযান চালাতে হল NIA-কে? অভিযানের কথা পুলিশকে NIA জানিয়েছিল কী? কেন ওরা মাঝরাতে অভিযানে গেল? ভোটের মুখে কেন ওরা লোকজনকে গ্রেফতার করছে? বিজেপি কী ভেবেছে, ওরা সব বুথ এজেন্টদের গ্রেফতার করে নেবে? NIA’র কী অধিকার আছে? ওরা বিজেপিকে সমর্থন জোগাতেই এমনটা করছে। আমরা গোটা বিশ্বের মানুষের কাছে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হওয়ার আবেদন করছি।’

উল্লেখ্য, ২০২২ সালের ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নায়ড়াবিলা গ্রামে রাত প্রায় ১১টা নাগাদ ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না ও তাঁর ভাই দেবকুমার মান্না এবং বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে এদিন অর্থাৎ শনিবার হামলার মুখে পড়ে NIA। সম্প্রতি এই বিস্ফোরণের ঘটনার তদন্তে সক্রিয় হয় এই জাতীয় তদন্তকারী সংস্থা। ভূপতিনগরের বাসিন্দা কয়েক জনকে তলব করা হয়। এ নিয়ে আপত্তি জানায় তৃণমূল। রাজ্যের শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, বিজেপি নেতারা NIA’র পদাধিকারীর সঙ্গে দেখা করে নামের তালিকা তুলে দিয়েছেন। সেই তালিকা মিলিয়ে তৃণমূলের নেতা, কর্মী, সংগঠকদের ডেকে পাঠিয়ে ভোটে নিষ্ক্রিয় থাকার কথা বলছে NIA।

কুণালের অভিযোগ ছিল, বিজেপি ভোটে জিততে NIA-কে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ভূপতিনগরের ঘটনার পর কার্যত একই অভিযোগ উঠে এল মুখ্যমন্ত্রীর গলাতেও। প্রসঙ্গত, ইদানীং নির্বাচনী প্রচারসভার মঞ্চ থেকেও একই অভিযোগ করে আসছেন মমতা। ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের বাসিন্দা তথা তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানা নামে দুই ব্যক্তিকে তলব করেছিল NIA। কিন্তু তাঁরা নির্ধারিত দিনে হাজিরা দেননি। সেই সূত্রেই এদিন NIA’র আধিকারিকেরা হুট করে তাঁদের বাড়িতে চলে এসে তাঁদের আটক করেন। পরে NIA’র তরফে জানানো হয়েছে, তাঁদের ওপর হামলা চালানোর ঘটনায় জড়িত থাকার জন্য বলাই ও মনোব্রতকে গ্রেফতার করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য পুলিশদের জন্য পোস্টাল ব্যালট বন্ধ হওয়ায় সরব মমতা  

চাকরিহারা শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান

মহিষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন পুরুলিয়ার নির্দল প্রার্থী

‘লাল ঝাণ্ডা ফেলে গেরুয়া পতাকা নিয়েছে’, সিপিএম- বিজেপিকে আক্রমণ অভিষেকের

মহানন্দা নদীর রেল লাইন সেতুর নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষার ফল, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর