এই মুহূর্তে




আরজি কর কাণ্ডে মৃত তরুণী চিকি‍ৎসক পড়ুয়ার বাড়িতে মুখ্যমন্ত্রী

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) জেরে রাজ্যের সব সরকারি হাসপাতালেই কম-বেশি প্রভাব পড়তে শুরু করে করে দিয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে। একই সঙ্গে এই ইস্যুকে জাতীয় স্তরে টেনে নিয়ে যেতে দেশের একাধিক বড় শহরের বেশ কিছু হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। একই সঙ্গে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি(Demand of CBI Enquiry) নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই সব মামলাই গ্রহণ করেছে আদালত। আগামিকাল এক যোগে সেই সব মামলার শুনানি হবে। এই অবস্থায় এদিনই আর জি কর কাণ্ডে মৃতা তরুণীর বাড়িতে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে তিনি ওই তরুণীর বাবা-মার সঙ্গে দেখা করে তাঁদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আশ্বস্ত করবেন।  

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে পুলিশের বার্তা আন্দোলনকারীদের, ‘ভরসা রাখুন’

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার কিনারা করতে সর্বোচ্চ তৎপরতা বজায় রয়েছে প্রশাসনিক স্তরে। তারই মাঝে এদিন মৃতার পরিবারের পাশে দাঁড়াতে সোদপুরে(Sodepur) তাঁর বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর এমনই। এই ঘটনায় যাতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে তদন্ত হয়, যাতে কোথাও এতটুকু গলদ না থাকে, সে বিষয়ে কলকাতা পুলিশের কমিশনারকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই এনিয়ে প্রয়োজনে সিবিআই তদন্তের কথা বলেছেন। এবার মেয়ে হারানো হতভাগ্য পরিবারকে আশ্বস্ত করতে মুখ্যমন্ত্রী নিজেই তাঁর বাড়ি চলে গেলেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ওই তরুণীর বাবা-মাকে আশ্বস্ত করেছেন সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হবে এই ঘটনার। তিনি তাঁদের রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এই ঘটনার জেরে কী কী পদক্ষেপ করা হয়েছে তা যেমন জানিয়েছেন, তেমনি তাঁদেরকে পুলিশি তদন্তের গতিরেখা সম্পর্কেও অবহিত করেছেন।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে হবে ‘টোটো-সুমারি’, বসবে ‘QR Code’

ঘটনাচক্রে আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই সব মামলা দায়ের হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেই সব মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার ওইসব মামলার শুনানি হবে তাঁর বেঞ্চে। মামলাকারীরা জনস্বার্থ মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। তার জেরেই আগামিকাল থেকে শুনানির কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন যে, সব আবেদন শোনা হবে। জানা গিয়েছে, জনস্বার্থ মামলায় মূলত ৩টি আবেদন করা হয়েছে। তার মধ্যে প্রধান হল নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডের জেরে, রাজ্যে সিভিক নিয়োগ প্রক্রিয়ায় পদ্ধতি বদলের সম্ভাবনা

আবেদনকারীদের বক্তব্য, সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক। যে সংস্থার ওপর রাজ্যের প্রভাব থাকবে না। এ ছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত, অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। তাঁরা চান, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। একইসঙ্গে মামলাকারীদের দাবি, সমস্ত সরকারি হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হোক। হাসপাতালের প্রতিটি তলার মূল প্রবেশপথে যাতে সিসিটিভি থাকে, তা নিশ্চিত করা হোক




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নিউটাউনে জনবহুল এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত যুবককে উদ্ধার করল পুলিশ

বহরমপুরে ভাগিরথী নদী থেকে নিখোঁজ নার্সের দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

রাজ্যের সব Smart Panchayat’র সব বাড়ি পাবে Unique Identification Number

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

১০ বছরের সমস্যা মিটে গেল ১০ দিনেই, নেপথ্যে অভিষেক, জমির দখল পেল ১৬ পরিবার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর