এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উত্তর ২৪ পরগনার দু’টি ব্লকে ৬১টি নতুন সেচপ্রকল্প

নিজস্ব প্রতিনিধি: প্রান্তিক কৃষকদের সুবিধার্থে উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) দু’টি ব্লকে মোট ৬১টি নতুন ক্ষুদ্র সেচপ্রকল্প(Small Irrigation Project) তৈরি করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এই সেচ প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আমন ও বোরো ধানচাষের ক্ষেত্রে মোট ৭৩২ হেক্টর জমিতে সেচ মিলবে। পাশাপাশি বিভিন্ন শাকসবজি চাষের জন্যও কৃষকরা জল পাবেন। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের আর্থিক সহায়তায় ওই সেচপ্রকল্প তৈরি করবে রাজ্যের কৃষিদফতর। এরজন্য মোট ৪ কোটি ২৭ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই প্রকল্প শাসকদলকে ডিভিডেন্ড এনে দেবে বলেই এখন অনেকে মনে করছেন। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী এই প্রসঙ্গে জানিয়েছেন, যে ২টি ব্লকে এই ক্ষুদ্র সেচের কাজ হবে তা হল বনগাঁ ও স্বরূপনগর। এই দুটি ব্লকে মোট ৬১টি ক্ষুদ্র সেচপ্রকল্প তৈরি হবে। এর মধ্যে বনগাঁয়(Bongna) ৫৫টি ও স্বরূপনগরে(Swarupnagar) ৬টি প্রকল্প বাস্তবায়িত হবে। প্রতিটি প্রকল্পে ৩৫০ ফুট গভীর নলকূপ বসানো হবে। 5 Horse Power’র মোটর লাগিয়ে ভূগর্ভস্থ জল তোলা হবে। সেই জলই দেওয়া হবে কৃষকদের জমিতে।

আরও পড়ুন কেন্দ্র সরকারের সমালোচনায় সরব প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রতিটি প্রকল্প থেকে ৬ হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে। প্রতিটি প্রকল্প সাধারণ বিদ্যুতের মাধ্যমে চালানো হবে। পরবর্তী সময়ে খরচ আরও কমাতে সোলার ব্যবহার করারও পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রকল্প তৈরির পর এলাকার কৃষকদের নিয়ে জল ব্যবহারকারী সমিতি তৈরি করা হবে। ওই সমিতির হাতেই নলকূপ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। প্রত্যেক সমিতির নামে একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তৈরি করা হবে। স্থানীয় কৃষকদের ন্যূনতম দরে জল দেওয়া হবে। সেই টাকাতেই সমিতি বিদ্যুতের বিল ও অন্যান্য খরচ মেটাবে। নলকূপ থাকায় প্রয়োজন অনুযায়ী ইচ্ছামতো কৃষকরা জমিতে সেচ দিতে পারবেন। ফলে চাষের উৎপাদনও অনেকটাই বাড়বে। নলকূপের পাশাপাশি ইলেকট্রিক্যাল সামগ্রী রাখার জন্য প্রতিটি প্রকল্পের পাশে একটি কংক্রিটের কিয়স্কও তৈরি করা হবে। প্রকল্প নির্মাণের জন্য দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে মার্চ মাসের মধ্যেই নলকূপ বসানোর কাজ শুরু হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রে রাজ্য়ের তিন কেন্দ্রে ভোট, মোতায়েন ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৭০০০ পাতার চার্জশিট জমা ইডির

হাতির হানায় মৃতদের স্বজনেরা চাকরি পেয়ে মুগ্ধ মমতায়

‘বিচারপতির কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক’, পোস্টারে পোস্টারে ছয়লাপ ময়না

‘মোদি জিতলে দেশে আর গণতন্ত্র থাকবে না’, আশঙ্কা প্রকাশ মমতার

দই বা ঘুগনি নয়, সিঙ্গুরে প্রচারে গিয়ে নতুন ধরনের জলখাবার খেলেন রচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর