এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: ‘বদলা নয়, বদল চাই’, এই শ্লোগানেই ভর দিয়ে বাংলার মসনদে আসীন হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ মঙ্গলবার, ২০২৪ সালের এপ্রিল মাসের শেষ দিনে, সেই মমতার মুখেই আবারও শোনা গেল পরিবর্তনের ডাক। বললেন, ‘চলুন বদলাই, চলুন পাল্টাই’। তবে এই পরিবর্তন বাংলার মসনদে পরিবর্তনের ডাক নয়, এই পরিবর্তনের ডাক দিল্লির মসনদে পরিবর্তন ঘটানোর জন্য। অর্থাৎ দেশের শাসনক্ষমতা থেকে বিজেপি(BJP) আর নরেন্দ্র মোদিকে(Narendra Modi) টেনে নামাবার জন্য। দেশে ইতিমধ্যেই দুই দফায় মোট ১৮৯টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ করা হয়ে গিয়েছে। এর মধ্যে সামিল আছে বাংলার ৬টি লোকসভা কেন্দ্রও। আগামী ৭ মে দেশে তৃতীয় দফার ভোটগ্রহণ করা হবে। সেদিন বাংলার বুকেও ৪টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেই ৪ কেন্দ্রের মধ্যে অন্যতম হল মালদা উত্তর ও মালদা দক্ষিণ। এদিন সেই দুই কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থীদের হয়েই ভোট প্রচারে নেমেছেন মমতা। আর সেই জেলার বুকে জোড়া সভা থেকেই তিনি এদিন দিল্লির মসনদে পরিবর্তন ঘটাবার ডাক দিলেন। 

এদিন মমতা বলেন, ‘বিজেপি সব বিক্রি করে দিয়েছে। দেশ বিক্রি করেছে, মানুষ বিক্রি করে দিয়েছে, মানবিকতা বিক্রি করে দিয়েছে, সংবিধানকে বিক্রি করে দিয়েছে। সংবিধানকে তুবড়ে দিয়েছে, সংবিধানকে ছিবড়ে করে দিয়েছে। যদি এনআরসি(NRC), সিএএ(CAA), অভিন্ন দেওয়ানি বিধি আটকাতে চান, বিজেপিকে আটকাতে হবে। নাগরিক অধিকার চাইলে ওদের হারাতে হবে। তফশিলী, জনজাতি, হিন্দু, মুসলমান— কারও কোনও অস্তিত্ব থাকবে না। সকলতে ঘাড় ধরে বার করে দেবে। ওরা বিরোধীদের কণ্ঠরুদ্ধ করতে চায়। সব এজেন্সি কিনে নিয়েছে। বিচারের শেষ জায়গাও কিনতে চাইছে। এই অবস্থায় যদি বিজেপিকে না পাল্টান, সংখ্যালঘু ভাই-বোনেরা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে কিছু তৃণমূল এবং কিছু কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেন, ভারতবর্ষ বাঁচবে না। দিল্লিতে পরিবর্তন দরকার। সেখানে হাজার টাকার গ্যাস। ঘরে ঘরে গ্যাস, কিন্তু তার এত দাম যে মানুষ ছুঁতে পারে না। সব ওষুধের দাম বেড়েছে। খোঁজ রাখেন? ডায়বেটিস, হার্ট, অ্যান্টিবায়োটিক, সব ওষুধের দাম বেড়েছে। রমজানে আমরা সুফল দিয়ে কম দামে ফল বিক্রি করি। মা ক্যান্টিনে ৫ টাকায় ডাল, ভাত, তরকারি, ডিম দিই। আপনারা গত বিধানসভা নির্বাচনে আম, আমসত্ত্ব চেয়েছিলাম, আপনারা দু’হাত ভরে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ। তাই আজ আমাদের সরকার ক্ষমতায় এসেছি। তাই এনআরসি আটকাতে পেরেছি। এখানে অসমের মতো হত। আমরা আটকে দিয়েছি। এই জন্য বলছি, দিল্লিকে বদলান।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘বিজেপির নিশানা বাংলাকে বদনাম করা। মালদায় দু’টি লোকসভা আসন রয়েছে। তৃণমূল জন্মের পর থেকে একটিতেও জয়লাভ করেনি। গতবারও একটায় বিজেপি, একটায় কংগ্রেস জেতে। আমরা কি কাউকে বঞ্চিত করেছি? কেউ বলতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার পান না। কন্যাশ্রী পান না? শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজশ্রী পান না? সবটাই ভাগ করে নিই আমরা। আমাদের ভেদাভেদ নেই। ভারতের জাতীয় সঙ্গীত, জনগণমন অধিনায়ক। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। নেতাজি স্লোগান তুলেছিলেন জয় হিন্দ। আজ সারা পৃথিবী বলে। বন্দে মাতরম কার লেখা? বঙ্কিমচন্দ্রের। বাংলার সঙ্গে বিজেপির মেলে না। এখানে প্রত্যেক জায়গার আলাদা বিশেষত্ব রয়েছে। মালদহে আম, বর্ধমানে মিহিদানা, সীতাভোগ, বীরভূমে তারাপীঠ। সবটাই বাংলা। ওরা সেই বাংলাকেই ভাঙতে চায়। সংবিধানকে টুকরো টুকরো করা হয়েছে। গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুভাষ চন্দ্র বোসের জন্মদিনে আজও জাতীয় দিবস ঘোষণা করেনি। বিদ্যাসাগর, বিরসা মুণ্ডা, বঙ্কিমচন্দ্র, রামমোহন রায়, যত নাম নেবেন, তাঁরা দেশের নবজাগরণ এনেছেন। বাংলা থেকে শুরু হয়েছে। বাংলা এক সময় অবিভক্ত ভারতের রাজধানী ছিল। এখান থেকে গান্ধীজি, নেতাজি, মাতঙ্গিনী আন্দোলোন শুরু করেছেন। তাই বলছি, মালদা থেকে, বাংলা থেকে, দিল্লি থেকে, গোটা দেশ থেকে বিজেপিকে উপড়ে দিন। চলুন বদলাই, চলুন পাল্টাই!’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দ্রকোনা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বেধড়ক লাঠিচার্জ, রেহাই পেলেন না নাবালক, শিশু সহ গ্রামের মানুষ

ব্যারাকপুরে দিনভর অর্জুন সিংকে ঘিরে কোথাও বিক্ষোভ, কোথাও গো -ব্যাক স্লোগান

জামুরিয়াতে আম গাছ থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে বস্ত্রের গুদামে ভয়ঙ্কর আগুন, ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর