এই মুহূর্তে




শুরু হয়ে গিয়েছে সার্ভে, চিন্তায় তৃণমূলের পদাধিকারীরা, পদ হারানোর শঙ্কায় ভুগছেন অনেকেই

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: সবে ৩ মাস হয়েছে লোকসভা নির্বাচন(Loksabha Election 2024) শেষ হয়েছে। সেই নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে তৃণমূল(TMC) জিতেছে ঠিকই কথা, তবে সেই ২৯টি আসনের মধ্যে ২৮টিই এসেছে দক্ষিণবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে এবার তৃণমূলকে খালি হাতে ফিরতে না হলেও আসন প্রাপ্তির সংখ্যা মাত্র ১। একইসঙ্গে এটাও দেখা গিয়েছে রাজ্যে যেমন ৩টি লোকসভা কেন্দ্রে তৃণমূল পরাস্ত হয়েছে খব কম ভোটের ব্যবধানে তেমনি ২টি জেলা আসনও হাতছাড়া হয়েছে দলের। পাশাপাশি দেখা গিয়েছে, ভোট প্রাপ্তির নিরিখে তৃণমূল গ্রামে এগিয়ে থাকলেও, শহরে সে পিছিয়ে পড়েছে বিরোধীদের বিশেষ করে বিজেপির ভোট প্রাপ্তির কাছে। কেন এই ফল হল, তা নিয়ে যে ময়নাতদন্ত হবে সেটা আগেই দলের সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) আগেই জানিয়ে দিয়েছিলেন। সেই ময়নাতদন্তের দ্বিতীয় ধাপ এখন শুরু হয়ে গিয়েছে রাজ্যে।

আরও পড়ুন, শিলিগুড়িতে বিদ্যুতের তার আর নয় মাটির ওপরে, পুজোর পরেই শুরু কাজ

লোকসভা নির্বাচনে কেন্দ্র ধরে ধরে তৃণমূলের ফলাফল বিশ্লেষণের কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল। প্রথম দফায় দলের জেলা সংগঠনের সভাপতিদের কাজ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল যে জেলাস্তরের কোন কোন নেতা কেমন কাজ করেছেন বা বিধায়কেরা কেমন কাজ করেছেন। সেই সঙ্গে চাওয়া হয়েছিল, কোন বিধানসভা কেন্দ্রে দল এগিয়ে রয়েছে বা পিছিয়ে পড়েছে, তার রিপোর্ট। এখন শুধু হয়েছে দ্বিতীয় দফার ময়নাতদন্ত। সেখানে নজর দেওয়া হয়েছে পুরসভা এলাকাগুলিতে। সেই সূত্রেই রাজ্যের প্রতিটি পুরসভায়(Municipality Area) তৃণমূলের দু’টি পৃথক পৃথক টিম শুরু করেছে সার্ভের(Survey) কাজ। একটি টিম পুরসভায় গিয়ে কাউন্সিলারদের সঙ্গে কথা বলছেন। আর অন্য একটি টিম এলাকায় ঘুরে ঘুরে রিপোর্ট সংগ্রহ করছে। দু’টি সার্ভে টিমের রিপোর্ট জমা পড়বে দলের রাজ্য কার্যালয়ে। আর তারপরেই দলের শীর্ষ নেতৃত্ব পদক্ষেপ গ্রহণ করবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যার জেরে পদ হারানোর আশঙ্কা করছেন দলের অনেক নেতাই। বিশেষত যারা নিজ নিজ এলাকায় দলকে লিড দিতে পারেননি, তাঁরা।

আরও পড়ুন, ২৬ হাজার চাকরি বাতিলের মামলার পরবর্তী সম্ভাব্য সুপ্রিম শুনানি ১০ সেপ্টেম্বর

লোকসভা নির্বাচনের ফল বের হতেই দেখা গিয়েছিল, বাংলার মানুষ তৃণমূলের ওপর ভরসা রাখলেও উল্লেখযোগ্যভাবে রাজ্যের বেশির ভাগ শহর এলাকায় বিপুল মার্জিনে হার হয়েছে তৃণমূলের। রাজ্যের ১২১টি পুরসভা এলাকায় বিজেপি লিড তুলেছে ৬৯টি পুরসভায়। কংগ্রেস লিড তুলেছে ২টি পুরসভায় আর তৃণমূল লিড পেয়েছে ৫১টি পুরসভায়। কেন রাজ্যের ৭১টি পুরসভায় দলের হাল খারাপ হল সেটাই ভাবাচ্ছে জোড়াফুল শিবিরকে। রাজ্যের ১২১টি পুরসভারই ওয়ার্ডভিত্তিক ফলাফলের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরে পুরসভা ধরে ধরে রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের নির্দেশ মতোই তৃণমূলের দু’টি টিম নেমেছে এই কাজে। একটি টিম সরাসরি পুরসভার চেয়ারম্যানকে ফোন করে নির্দিষ্ট দিনে সমস্ত কাউন্সিলারকে উপস্থিত থাকার কথা বলছেন। তাঁদের আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা টাউন প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে। সাধরণ মানুষের সঙ্গে সম্পর্কে কোথাও ফাঁক রয়েছে কি না, তাও জানা হচ্ছে। এছাড়া, চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যানদের কেমন জনসমর্থন রয়েছে সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন, শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

আর দ্বিতীয় টিম সরাসরি চলে যাচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। সেখানে সাধারণ মানুষের কাছ থেকেই কাউন্সিলারদের ফোন নম্বর চাওয়া হচ্ছে। আর সেখান থেকে ফোন করে তাঁদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন টিমের সদস্যরা। কথা বলছেন বাড়িতে বসেই। সেখানেই খোঁজ নেওয়া হচ্ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সম্পর্কে। উল্লেখ্য, গত একুশে জুলাইয়ের মঞ্চে দলের অবস্থান নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা ছিল, ২৪-এর ভোটে রেজাল্ট নিয়ে কার কেমন ভূমিকা ছিল তা তাঁর নজরে রয়েছে। তিনি সার্ভে করে দেখেছেন। আগামী কয়েকমাসের মধ্যেই এর ফলাফল মানুষ হাতে পেয়ে যাবেন। স্বাভাবিকভাবেই এই সার্ভেকে ঘিরে এখন অনেক পদাধিকারী চিন্তায় পড়ে গিয়েছেন। অনেকেই পদ হারানোর শঙ্কায় ভুগছেন। বিশেষ করে যারা নিজ নিজ এলাকায় দলকে লিড দিতে পারেননি তাঁরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

কালনায় হোমে ১০ বছরের ছাত্রের ‘রহস্যমৃত্যু’ ঘিরে চাঞ্চল্য

সাঁইথিয়ায় সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা!পা পিষে দিয়ে চলে গেল মহিলা যাত্রীর

বামেদের উত্তর কন্যা অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি

চার বছরের প্রেমে ছ্যাঁকা! বারান্দায় ধর্নায় বসে প্রেমিকের বিয়ে আটকালেন তরুণী

খেলার বল নিয়ে বিবাদের জেরেই ৪ বছরের শিশুকে খুন, ডোমজুড়ে গ্রেফতার নাবালক

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর