-273ºc,
Saturday, 3rd June, 2023 3:38 am
নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতিকে (PRESIDENT) নিয়ে ‘আলপটকা’ মন্তব্য করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি। এরপরে তৃণমূলের পক্ষ থেকে সাফ বলা হয়েছিল, এই মন্তব্যকে সমর্থন করে না দল। যা করা হয়েছে তা অন্যায়। সেই ইস্যুতেই এবার মুখ খুললেন নারী ও শিশু বিকাশ মন্ত্রী শশী পাঁজা।
সম্প্রতি রাষ্ট্রপতিকে নিয়ে বাজে মন্তব্য করেছেন অখিল গিরি। তারপরে তিনি বলেছিলেন, এমন মন্তব্য করে তিনি ঠিক করেননি। এও বলেছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অখিল গিরিকে নিয়ে এই ধরণের মন্তব্য বারবার করেছেন। তা সহ্য করতে না পেরে দীর্ঘ তিন মাস পরে তিনি এই কথা উদাহরণ স্বরূপ বলে ফেলেছিলেন। এরপরে বলেন, তা করে তিনি ঠিক করেননি আদৌ।
আরও পড়ুন: অখিল সমালোচনায় সরব হলেন রাজ্যের আরও দু’ই আদিবাসী মন্ত্রী
অখিল গিরির বাজে মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে জোড়াফুল। দলের নেতৃত্ব থেকে কর্মীরা বারবার প্রকাশ্যে ও সমাজমাধ্যমে বলেছেন, এই বক্তব্য দলের নয়। রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র বলেছিলেন, কালো-ফর্সা-জাত সবকিছুর ওপরে মানুষের জন্য রাজনীতি। এমন মন্তব্য করা ঠিক নয়। রাজ্যসভার সাংসদ শান্তনু বসু এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, এমন মন্তব্য ঠিক নয়। তবে সেই সঙ্গে তাঁদের প্রশ্ন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে যখন প্রধানমন্ত্রী ‘দিদি, ও দিদি’ বলে ‘টোনড’ করেছিলেন তা ঠিক? তার কেন প্রতিবাদ হয়নি? তৃণমূলের পক্ষ থেকে আরও প্রশ্ন তোলা হয়, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বারবার জঘন্য ও ‘আলপটকা’ মন্তব্য করেছেন। অভিযোগ, ব্যবহার করা হয়েছে ‘বেগম’ সহ বিভিন্ন শব্দ। প্রশ্ন, তার কেন প্রতিবাদ হয়নি?
রবিবার রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুলেছেন মন্ত্রী (MINISTER) শশী পাঁজা। তিনি বলেন, এই বক্তব্য একেবারেই সমর্থন করে না দল। তা বারবার বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী বাংলায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে ভাবে ‘দিদি, ও দিদি’ বলে মন্তব্য করেছিলেন তারও প্রতিবাদ করা উচিৎ। মন্ত্রী বলেন, যখন অখিল গিরি এমন মন্তব্য করেছিলেন তখন তাঁকে বাধা দিয়েছিলেন শশী পাঁজা নিজে। প্রতিবাদ করা হয়েছিল এমন বক্তব্যের। মন্ত্রীর দাবি, এরপরেই বক্তব্য শেষ করতে বলা হয়েছিল কারামন্ত্রীকে। তিনি আরও বলেন, এমন মন্তব্য করে ঠিক করেননি অখিল।