এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১০০দিনের কাজের প্রকল্পে পরিবর্তন আনছে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি: আপাতদৃষ্টিতে বাংলার সঙ্গে কেন্দ্রের বিরোধ মিটেছে। তৃণমূলের(TMC) সঙ্গে বিজেপি(BJP)র দূরত্বও কমছে সৌজন্যতার মোড়কে। রাজ্য সরকারকে তার প্রাপ্য বকেয়া টাকাও পাঠাতে শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার(Central Government)। কিন্তু এসবের মাঝেই ১০০ দিনের কাজের প্রকল্প(100 Days Work Project) নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার(Modi Government) যার দরুণ ওই প্রকল্পের ওপর রাজ্য সরকারের অধিকার খর্ব হতে চলেছে। মূলত দ্রুত প্রকল্পের রূপায়ণ, যথাযথ কাজ নির্বাচন করা এবং সর্বোপরি দূর্নীতি রোধ করা, মূলত এই ৩টি ক্ষেত্রে পদক্ষেপ করার জন্যই ১০০ দিনের কাজের প্রকল্পের আইনে সংশোধনী আনতে চলেছে মোদি সরকার। যদিও এই সংশোধনী আনার ক্ষেত্রে রাজ্যের কোনও অধিকার খর্ব করা হচ্ছে এমনটা মোটেও মানতে চায় না মোদি সরকার। বরঞ্চ তাঁদের দাবি, যেহেতু এই প্রকল্পের ১০০ শতাংশ অর্থই কেন্দ্র সরকার প্রদান করে তাই এই প্রকল্পের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায় কেন্দ্র সরকার।

আরও পড়ুন কাকদ্বীপে ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম ১০, প্রশ্ন কর্তৃপক্ষের ভূমিকায়

ইউপিএ আমলে ২০০৬ সালে গ্রামীণ ভারতে চালু হয় ১০০ দিনের কাজের প্রকল্প। লক্ষ্য ছিল গ্রামের মানুষদের বছরে নূন্যতম ১০০দিনের কাজ দেওয়ার। গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এই প্রকল্প রীতিমত ছাপ ফেলে দেশের সব রাজ্যেই। ইউপিএ জমানার অবসান ঘটিয়ে মোদি জমানা শুরু হলেও কেন্দ্র কিন্তু এই প্রকল্পের ওপর কোনও খাঁড়া নামায়নি। মোদি নিজে বা বিজেপি যতই কংগ্রেস বিরোধী হোন না কেন, এই একটি প্রকল্পের ক্ষেত্রে তাঁরা কিন্তু গত সাড়ে ৭ বছরে কোনও হস্তক্ষেপ করেনি প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য। এখনও তাঁরা এই প্রকল্প বন্ধ করে দিতে চায় না। কিন্তু তাতে কিছু পরিবর্তন অবশ্যই ঘটাতে চায়। আর সেটা যুগের নিয়ম মেনেই। কেননা ১০০ দিনের কাজের প্রকল্পে এতদিন ধরে মাটি কাটা, রাস্তা তৈরি করা গাছ লাগানো এই সব কাজ করানো হত। কেননা ১০০ দিনের কাজের প্রকল্পে কারা কাজ পাবেন, তাঁদের জবকার্ড দেওয়া, কোন ধরনের কাজ হবে এই সব ক্ষেত্রেই রাজ্য সরকারের অধিকার ছিল। কিন্তু এবার সেখানেই পরিবর্তন আনতে চলেছে মোদি সরকার। 

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে ‘মান্যতা’ দিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে কেন্দ্র সরকার বেশ কিছু সমীক্ষা করিয়েছে গত ৭ বছরে। আর সেই সব সমীক্ষায় তাঁরা দেখতে পেয়েছেন গ্রামের লোকেরা যে কাজ খুঁজছেন বা যে কাজ করলে গ্রামের চেহারা বদলে যাবে, পরিকাঠামোগত উন্নয়ন হবে তা এই প্রকল্পের মাধ্যমে করানো হয় না। ফলে এলাকার সেভাবে উন্নতি সাধন ঘটে না। আবার কোথাও কোথাও সঠিক লোক কাজ পান না। গ্রামে কাজ না পেয়ে তাঁদের ভিন রাজ্যের যেতে হয়। আর এর ফাঁকেই মাথাচাড়া দেয় দুর্নীতি। এই ঘটনা দেশের সব রাজ্যেই কম বেশি এক। সেই ছবিটাই বদলাতে চাইছে মোদি সরকার। সেই কারণেই এই প্রকল্পের ওপর থেকে রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চলেছে মোদি সরকার। কার্যত গোটা প্রকল্পকেই তাঁরা এবার নিজেদের হাতে তুলে নিতে চাইছে। প্রকল্পের দ্রুত রূপায়ণ, জবকার্ডধারীদের দ্রুত অর্থবরাদ্দ এবং প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ করা অর্থের সঠিক ব্যবহার, মূলত এই ৩টি ক্ষেত্রে জোর দিতে চায় মোদি সরকার। এই প্রকল্পের আইনে সংশোধনী এনে কেন্দ্র প্রকল্পের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দেবে যা মেনে কাজ করাতে হবে। রাজ্যগুলিতে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রকল্পের রূপায়ণ হলেও কোন এলাকার জন্য কোন কাজ করতে হবে, তাতে কারা কারা কাজ পাবেন এবং কতদিনের মাধ্যমে সেই কাজ রূপায়িত করতে হবে সেটাও ঠিক করে দেবে কেন্দ্র সরকার। জোর দেওয়া হবে গ্রামীণ এলাকায় নিকাশি ব্যবস্থা সুদৃঢ় করার দিকে, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ক্ষেতেখামারে চাষের জন্য জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং গ্রামীণ রাস্তার সংস্কারের ক্ষেত্রে। সব থেকে বড় কথা বর্ষার সময় বাদ দিয়ে বাকি ৮ মাস যাতে গ্রামের লোকেরা এই প্রকল্পের মাধ্যমে কাজ পান সেই দিকেই সব থেকে বেশি নজর দেওয়া হবে।

আরও পড়ুন শীতের দুপুরে জঙ্গলমহলে একমাস ব্যাপী ক্রিকেট প্রতিযোগীতা

১০০ দিনের কাজের প্রকল্পের ক্ষেত্রে এইও সব পরিবর্তন আনার জন্য মোদি সরকার গত অক্টোবর মাসেই এই সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সেই কমিটির আহ্বায়ক। তবে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং নীতি আয়োগও কমিটিকে পরামর্শ দেবেন সময়ে সময়ে। ছয় সদস্যবিশিষ্ট ওই কমিটির প্রধান কাজ হবে, বিগত ১৫ বছর ধরে ১০০ দিনের প্রকল্প রূপায়ণের রূপরেখা কেমন ছিল তার খুঁটিনাটি বিশ্লেষণ করা। পাশাপাশি, কেন্দ্রীয় অর্থ বরাদ্দ ও ব্যবহারে কোন রাজ্য কতটা সফল সেটাও দেখবে তাঁরা। তারপর ঠিক হবে, কোথায় কী বদল করা যায়। এই পুরো প্রক্রিয়া শেষে তিন মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট পেশ করবে কমিটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর