এই মুহূর্তে




শিলনোড়া দিয়ে থেঁতলে ২ ছেলেকে খুন, ধৃত পুত্রঘাতী মা, খুনের কারণ নিয়ে রহস্য




নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শিলনোড়া দিয়ে ২ ছেলেকে থেতলে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। শিলনোড়ার আঘাতে গুরুতর জখম হয়েছিল ২ ছেলে। প্রথমে তাঁদের করিমপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে অবস্থা বুঝে তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে করিমপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ছেলে ও স্ত্রী রিঙ্কি মজুমদারকে নিয়ে করিমপুরের আনন্দপল্লী এলাকায় ভাড়া থাকতেন সূর্যদেব মজুমদার। বড় ছেলে বারো বছর বয়সী রুদ্রদেব, এবং ছোট ছেলে আট বছর বয়সী অর্ঘ্যদেব মজুমদার। বুধবার সূর্যদেব মজুমদার কাজ থেকে বাড়ি ফিরে দেখেন দুই সন্তান রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছে। ছেলেদের রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। সেই সময় অভিযুক্ত মা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থা ২ জনকে নিয়ে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই  ছোটছেলে অর্ঘ্যদেবের মৃত্যু হয়। বড়ছেলে বহরমপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের দাবি, কারও সঙ্গে খুব বেশি কথা বলতেন না রিঙ্কিদেবী। নিজের মর্জিমতো চলতেন। শিশুদের রিঙ্কি মজুমদার শিলনোড়া দিয়ে থেতলে মেরেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরতেই স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে মহিলাকে আটক করেছে। ছেলেদের শিলনোড়া দিয়ে মারার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারনা, মানসিক বিকার থেকেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত মা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরিহরপাড়ায় পুলিশের হানা, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতি

পাথরপ্রতিমার নদী বাঁধে ধস, ঘর ছাড়ার আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা

সৌদি আরবে আটকে রয়েছেন বাংলার ৬০ শ্রমিক, দেশে ফেরানোর কাতর আর্জি

৩১ মে দু’দিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তে

ক্যানিংয়ে জলে ডুবে দুই শিশুর মৃত্যু, মৃতদেহ দুটি নিয়ে ৩ ঘন্টা ধরে চলল ঝাড়ফুঁক

‘ভারত আগে ছিল, আগেই থাকবে’, বাড়ি ফেরার পথে জানিয়ে গেলেন পূর্ণম

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ