এই মুহূর্তে




পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মায়ের, জখম ১২ বছরের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক দুর্ঘটনা মালদার মানিকচকে। বেপরোয়া টোটোর ধাক্কায় প্রাণ গেল একজন ২৮ বছর বয়সী মহিলার। ছিটকে পড়ে গুরুতর আহত হল তাঁর ১২ বছরের কন্যা। ঘটনাটি নিয়ে রীতিমতো উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদার মানিকচকের মথুরাপুর গড়িপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম জবা মাহালদার, আহতের নাম ললিতা, যাঁরা সম্পর্কে মা-মেয়ে।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটেছে। রাজ্য সড়কের ধারে একটি কালি মন্দির থেকে পুজো সেরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। জাতীয় সড়ক ধরে হেঁটেই ফিরছিলেন মা-মেয়ে। কিন্তু ভাগ্যের অদ্ভুত পরিহাস। ভাগ্যে মৃত্যু লেখা থাকলে, কে খন্ডাবে? বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতিতে আসা টোটো গাড়ি তাঁদের পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে জবা মাহালদার রাস্তায় লুটিয়ে পড়েন। এবং তাঁর মেয়ে আহত হয়। মহিলার চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসেন। এবং আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষনে সব শেষ। রাস্তাতেই মৃত্যু হয় মহিলার।

কর্তব্যরত চিকিৎসক জবাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ। আর তাঁর একরত্তি মেয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পরে জবার পরিবারের লোকজন। ইতিমধ্যেই টোটো চালককে আটক করেছে পুলিশ। এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। পুলিশ জানিয়েছে, চালক ইচ্ছে করে তাঁদের ধাক্কা দিয়েছে নাকি কুয়াশায় না দেখতে পেয়ে তাঁদের ধাক্কা দিয়েছেন তা তদন্ত করা হয়েছে হচ্ছে। ভোরে ফাঁকা রাস্তায় কেন দ্রুত গতিতে তিনি গাড়ি চালাচ্ছিলেন সেটাও তদন্ত করছেন পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দু’টি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগে এবার ভোটারকে শোকজ ল্যাজেগোবরে হওয়া কমিশনের

‘আমার সুনাম নষ্ট করা হচ্ছে’, মেসির দলের ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

৫ লক্ষ টাকা পণ দিতে না পারায় ২২ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা, বারাসতে গ্রেফতার স্বামী

দুর্গা অঙ্গনের শিলান্যাস কবে? বাণিজ্য সম্মেলনের মঞ্চে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘সব ধর্মের অনুষ্ঠান পালন করি’, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ