-273ºc,
Tuesday, 30th May, 2023 1:40 pm
নিজস্ব প্রতিনিধি: গত ২ দিন নিখোঁজ ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। রবিবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হল সেই পঞ্চায়েতের মৃতদেহ। মৃতের মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। তবে খুন (MURDER) না অন্য কোনও ভাবে মৃত্যু (DEATH), তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এই ঘটনা ময়নাগুড়ির।
গত শুক্রবার রাতে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন ময়নাগুড়ি মাধবডাঙা- ১ নম্বর গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও দলনেতা ধনেশ রায়। এরপর গত শনিবার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল ওই নেতার পরিবার। তদন্তে নেমেছিল পুলিশ। স্থানীয় এলাকার একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়েছিল ওই নেতার স্কুটি। এরপর রবিবার সকালে মাধবডাঙা- ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিগমানন্দ আশ্রম সংলগ্ন ধরলা নদীতে মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়।
মৃতদেহ দেখতে পেয়ে গ্রামবাসীরা স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। দেখা যায় ওই মৃতদেহ আসলে গত ২ দিন নিখোঁজ থাকা নেতার। খবর পেয়ে ছুটে আসেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জী, ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ অন্যান্য তৃণমূল নেতারা। কী করে মৃত্যু হয়েছে নেতার, তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ‘উনি আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন। তিনি গত ২ দিন নিখোঁজ ছিলেন। আজ তাঁর দেহ উদ্ধার হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের প্রাথমিক ধারণা, এটা খুন। তবে এর পেছনে রাজনৈতিক না পারিবারিক কারণ আছে তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি’। তিনি বলেন, ‘আমাদের পুলিশের ওপর আস্থা আছে। আশা করি সঠিক তদন্ত হবে’।