এই মুহূর্তে




দুর্বল হচ্ছে নিম্নচাপ, নবমী পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা কম, দশমী থেকে বাড়বে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া মুভি নিম্নচাপ ওড়িশার গোপালপুর এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। পশ্চিম দিকে এগোনোর সঙ্গে সঙ্গে দক্ষিণ ওড়িশা, ছত্রিশগড় উপর দিয়ে মধ্য ভারতের দিকে সরে যাওয়ার সময় ক্রমশ শক্তি হারাবে এই নিম্নচাপ। রবিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
বুধবার বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে বিজয়া দশমীতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।। নবমীর রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাবে। জানা গিয়েছে, নিম্নচাপটি বাংলার উপকূল থেকে অনেকটা দূরেই অবস্থান করছে। তারপরেও বাংলাতে প্রভাব ফেলবে। বর্ষা বিদায়ের সময় হয়ে যাওয়ায় দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলায় জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছে। আবহাওয়াবিদদের মতে, সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টি তুলনামূলক কম হবে। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কোথাও কোথাও বজ্র মেঘ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

অষ্টমী থেকে নবমী দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সকালে কিছুটা ঝলমলে আকাশ থাকলেও আচমকাই কালো মেঘে ঢেকে দেয় আকাশ। কলকাতা সহ তার সংলগ্ন এলাকা উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানের দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। দশমীর দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অষ্টমীর সন্ধ্যায় জনসুনামিতে মধ্য ও উত্তরকে টেক্কা দিল দক্ষিণ কলকাতা

নবমীর নিম্নচাপে দশমীতে ঘোর দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ত্রিধারায় পুজো প্রাঙ্গনের থিমে অঘোরী নৃত্য বন্ধ করে দিল কলকাতা পুলিশ

গাজোলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে গেল বাড়ির বারান্দায়, মৃত ১

মেয়েকে সঙ্গে নিয়ে পুজোমণ্ডপে অভিষেক, খেলেন ফুচকা, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার দিলেন বার্তা

চাঁচল রাজবাড়িতে আধ্যাত্মিক ঐতিহ্যে পালিত হল কুমারী পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ